ভিডিও বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে গরু আনতে গিয়ে বাংলাদেশি নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে গরু আনতে গিয়ে বাংলাদেশি নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ওপারে পদ্মা নদী পেরিয়ে ভারতে গরু আনতে যাবার পর সোহেল রানা (২৬) নামে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। ওই যুবক দুর্লভপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রামনাথপুর গ্রামের মইনুল হকের ছেলে।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাতে কয়েক বাংলাদেশি গরু আনতে ভারতে যাবার পর অন্যরা ফিরে এলেও সোহেল ফিরে আসেনি। গত সোমবার বিকেলে সোহেলের নিখোঁজ হবার ঘটনা এলাকায় ছড়িয়ে পরে। বিএসএফ এর হাতে তিনি আটক হয়েছেন। সোহেল চোরাকারাবারের সাথে জড়িত। সংশ্লিস্ট ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল গফুর ও ৯নং ওয়ার্ড সদস্য সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) উপ-অধিনায়ক মেজর আসরারুর হক বলেন, সোহেলের নিখোঁজের ঘটনাটি স্থানীয় ও পরিবার সূত্রে বিজিবি জানতে পেরেছে। এ ব্যাপারে পরিবারের সাথে যোগাযোগ করা হলে, পরিবারও গত রোববার রাতে সোহেল কাজে বাইরে যাবার পর নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে।

আরও পড়ুন

উপ-অধিনায়ক আরও বলেন, ঠিক কি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নৌ পুলিশসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে কথা বলা হয়েছে। গতকাল সোমবার সকালে জানতে পারার পর বিজিবি দুপুরে ভারতের ৭১ বিএসএফ ব্যাটালিয়নের নিমতিতা ক্যাম্পের সাথে যোগাযোগ করেছে।

বিএসএফ এ ব্যাপারে কিছু জানে না বলে জানিয়েছে। সীমান্তে গুলির কোন ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেছেন মেজর আশরারুর হক। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, এ ব্যাপারে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জামায়াতের ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস পালন

বগুড়ার নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন সোহেলের মানবেতর জীবন

শর্ত সাপেক্ষ জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি- রাজশাহীতে নাহিদ

জামায়াত সরকার গঠন করলে সাংবাদিক ভাইদের বিশেষ সহায়তার আওতায় আনা হবে : অধ্যক্ষ শাহাবুদ্দিন

রংপুরে স্বল্প সময়ে ভালো ফলনের জন্য বিনাধান চাষে আগ্রহ বেড়েছে চাষিদের