নাটোরে বৃদ্ধের লাশ উদ্ধার
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আব্দুল মজিদ (৬৩) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নাটোর-পাবনা মহসড়কের পাশে উপজেলার কয়েন গ্রাম এলাকা থেকে গতকাল সোমবার তার লাশ উদ্ধার করা হয়।
আব্দুল মজিদ মাগুড়া সদর উপজেলার শেখপাড়া গ্রামের লালমামুদের ছেলে। স্থানীয়রা জানান, গতকাল সোমবার সকালে লাশটি সড়কের পাশে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
আরও পড়ুনবড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সারওয়ার হোসেন জানান, খবর পেয়ে লাশের স্বজনেরা থানায় আসেন এবং প্রক্রিয়ানুযায়ী ময়না তদন্ত শেষে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন









