ভিডিও বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

বগুড়ার নন্দীগ্রামে জামায়াতের সমাবেশ শেষে মঞ্চের পাশে পটকা ফাটিয়ে আতঙ্ক

বগুড়ার নন্দীগ্রামে জামায়াতের সমাবেশ শেষে মঞ্চের পাশে পটকা ফাটিয়ে আতঙ্ক। প্রতীকী ছবি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে জামায়াতের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে মঞ্চের পাশে পটকা ফাটানোর ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় বাসস্ট্যান্ডসংলগ্ন মীর মুগদ্ধ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নন্দীগ্রাম পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলিম জানান, সমাবেশ শেষে আমরা নেতাকর্মীদের বিদায় করছিলাম। এমন সময় মঞ্চের পাশে পর পর দুইবার প্রচন্ড জোরে শব্দ হয়। এ শব্দে সবাই কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে। পরে গিয়ে দেখি দুটি পটকার খোসা মঞ্চের পশে পড়ে আছে। এরপর আমার পাশের ভবনের ছাদে গিয়ে কাউকে পাইনি। তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিব।

বগুড়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, অনুষ্ঠান শেষে আমি আসার পর এ ঘটনা ঘটেছে। দলীয় নেতাকর্মীরা বিষয়টি আমাকে জানিয়েছে। আমরা এটি গুরুত্বের সাথে দেখব।

আরও পড়ুন

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে এবিষয়ে কারও পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জামায়াতের ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস পালন

বগুড়ার নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন সোহেলের মানবেতর জীবন

শর্ত সাপেক্ষ জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি- রাজশাহীতে নাহিদ

জামায়াত সরকার গঠন করলে সাংবাদিক ভাইদের বিশেষ সহায়তার আওতায় আনা হবে : অধ্যক্ষ শাহাবুদ্দিন

রংপুরে স্বল্প সময়ে ভালো ফলনের জন্য বিনাধান চাষে আগ্রহ বেড়েছে চাষিদের