বগুড়ার নন্দীগ্রামে জামায়াতের সমাবেশ শেষে মঞ্চের পাশে পটকা ফাটিয়ে আতঙ্ক
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে জামায়াতের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে মঞ্চের পাশে পটকা ফাটানোর ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় বাসস্ট্যান্ডসংলগ্ন মীর মুগদ্ধ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নন্দীগ্রাম পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলিম জানান, সমাবেশ শেষে আমরা নেতাকর্মীদের বিদায় করছিলাম। এমন সময় মঞ্চের পাশে পর পর দুইবার প্রচন্ড জোরে শব্দ হয়। এ শব্দে সবাই কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে। পরে গিয়ে দেখি দুটি পটকার খোসা মঞ্চের পশে পড়ে আছে। এরপর আমার পাশের ভবনের ছাদে গিয়ে কাউকে পাইনি। তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিব।
বগুড়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, অনুষ্ঠান শেষে আমি আসার পর এ ঘটনা ঘটেছে। দলীয় নেতাকর্মীরা বিষয়টি আমাকে জানিয়েছে। আমরা এটি গুরুত্বের সাথে দেখব।
আরও পড়ুনএ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে এবিষয়ে কারও পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
মন্তব্য করুন









