বগুড়ার নন্দীগ্রামে চার মাসে ১৪টি গরু চুরি, আতঙ্কে খামারিরা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে গত চার মাসে চোর চক্রের দৌরাত্ম্যে অন্তত ১৪টি গরু চুরি হয়েছে। এ ঘটনায় স্থানীয় খামারি ও কৃষকরা আতঙ্কে রয়েছেন। তবে পুলিশ দু’টি গরু উদ্ধার করতে সক্ষম হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চুরির ঘটনা মূলতঃ উপজেলার ভাটগ্রাম ও বুড়ইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘটেছে। চলতি বছরের জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে বুড়ইল ইউনিয়নের সিংজানি গ্রামের অমিনুল ইসলামের একটি গাভী, ভাটগ্রাম ইউনিয়নের দেওতা গ্রামের লাল মিয়া ও আব্দুস সালামের পাঁচটি গরু, পোতাপাড়া গ্রামের আব্দুল জব্বার ও আশরাফুল আলমের পাঁচটি গরু ও কাথম গ্রামের শামসুল হকের তিনটি গরু চুরি হয়েছে। সর্বশেষ গত রোববার দিবাগত রাতে কাথম গ্রামে ইজিবাইকচালক শামসুল হকের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়।
চুরি যাওয়া গরুর মালিক শামসুল হক বলেন, প্রতিদিনের মতো রাতে আমার মেয়ে গোয়াল ঘরে বিদেশি ক্রস জাতের একটি গাভী ও দু’টি বকনা বাছুর রেখে ঘুমিয়ে পড়ে। এরপর গভীররাতে সংঘবদ্ধ চোরের দল গোয়াল ঘরের সিঁদ কেটে ভিতরে প্রবেশ করে গাভীসহ দু’টি বকনা বাছুর চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া গরুগুলোর বাজারমূল্য আনুমানিক দুই লাখ ১০ হাজার টাকা বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত শামসুল হক।
আরও পড়ুনঘটনার খবর পেয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফহিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, চুরির ঘটনাটি জানার পর আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। চুরি যাওয়া গরুগুলো উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন









