র্যাব-১৩’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রংপুর জেলা প্রতিনিধি : র্যাব-১৩’র অভিযানে লালমনিরহাট থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, অভিযানের ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার ভেলাগুড়ী ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামে তল্লাশি পরিচালনা করে আসামির শয়নকক্ষের খাটের নিচ হতে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৬৩৭ বোতল এস্কাফ ও ৪ কেজি ১৫০ গ্রাম গাঁজা জব্দ করে। এসময় মাদক ব্যবসায়ী ভেলাগুড়ী ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে মো. মশিউর রহমানকে (২২) গ্রেফতার করা হয়।
আরও পড়ুনর্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, দীর্ঘদিন ধরে ধৃত আসামি মো. মশিউর রহমান (২২) অত্যন্ত কৌশলে ফেনসিডিল, এস্কাফ, গাঁজা ইত্যাদি মাদকের ব্যবসা করে আসছিল।
মন্তব্য করুন









