বগুড়ায় বিশেষ ক্ষমতা আইনে তিন ফেনসিডিল ব্যবসায়ীর জেল
কোর্ট রিপোর্টার : বিশেষ ক্ষমতা আইনের মামলার রায়ে বগুড়ায় অভিযুক্ত ৩ ফেনসিডিল কারবারির প্রত্যেককে ৫ বছর করে সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা. অনাদায়ে আরো ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল নং- ৯ এর বিচারক ৫ম অতিরিক্ত দায়রা জজ মিজানুর রহমান এই মামলার রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো দিনাজপুর উপজেলার ডুগডুগি মোল্লা পাড়ার মাহফুজার রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক ধুলু(৩৮), হাকিমপুর উপজেলার বাসুদেবপুরের জারমান আলী মালিতার ছেলে এনাতাজুল মালিথা (৪১) এবং বগুড়া সদর উপজেলার পলাশবাড়ী উত্তর পাড়ার (আদি বাড়ি শিবগঞ্জের গড় মহাস্থান) শাহজাহানের ছেলে রবিউল ইসলাম (৪০) উল্লেখ্য, বগুড়ার উপশহর ফাড়ীর তৎকারীন পুলিশের এস আই এমরানুল কবীর সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ডিউটি করাকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে গত ২০১২ সালের ৯ অক্টোবর রাত পৌনে ১২ টার দিকে অভিযান চালিয়ে বগুড়া শহরের নিশিন্দরা ট্যাংক ব্রীজে হিলি হতে আসা যাত্রীবাহী বাস (লালমনিরহাট ব-০৫-০০০৪) আটক করে সাজাপ্রাপ্ত আসামি আবুবক্কর সিদ্দিক ধুলু ও রবিউল ইসালামকে গ্রেফতার করে এবং তাদের দেখানো মতে বাসের মধ্যে বিশেষ কায়দায় রাখা ১১৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে জব্দ করেন।
আরও পড়ুনএসময় ধৃত আসামিরা এনতাজুল মালিথার নাম বলে। এব্যাপারে পুলিশের এস আই এমরানুল কবীর আসামিদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
মন্তব্য করুন









