বগুড়ায় অবৈধ যানবাহনই যানজটের প্রধান কারণ, ১৩ মাসে ৬ হাজার মামলা, ২ কোটি টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার : বগুড়া শহরে যানজট বাড়াচ্ছে অবৈধ যানবাহন। শহরে লক্ষাধিক যানবাহন চলাচল করলেও এর মধ্যে প্রায় অর্ধলাখ যানবাহনই অবৈধভাবে চলাচল করে বলে জানিয়ে খোঁদ সদর ট্রাফিক বিভাগ।
সদর ট্রাফিক বিভাগ সূত্র জানায়, গত ২০২৪ সালের অক্টোবর থেকে চলতি ২০২৫ সালের অক্টোবরের ২৮ তারিখ পর্যন্ত প্রায় ১৩ মাসে বগুড়ায় বিভিন্ন যানবাহনের চালকের বিরুদ্ধে ৬ হাজার ৪৮৫টি মামলা দায়ের করে দুই কোটি ৮ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা জরিমানা আদায় করে অনলাইনের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।
রেজিষ্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ ট্রাফিক আইন লংঘনের অভিযোগে এ সব যানবাহনের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়েছে। যানবাহনগুলোর মধ্যে সবচে বেশি মামলা দায়ের করা হয়েছে মোটর সাইকেল চালকদের বিরুদ্ধে। গত ১২ মাসে ৩ হাজার ৯০৪টি মোটর সাইকেল আটক করে চালকদের বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ১ হাজার ১৩৪টি বাস ও ট্রাক, ৫০৮টি সিএনজি চালিত অটোরিকশা, ২৬২টি মাইক্রোবাস ও প্রাইভেট কার ও ৬৭৭ টি অন্যান্য যানবাহনের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়েছে।
১৩ মাসে ২০২৪ সালের অক্টোবরে ৫ লাখ ২৮ হাজার ৮৭৫ টাকা,নভেম্বরে ১৪ লাখ ৭৮ হাজার ১৭৫ টাকা, ডিসেম্বরে ১৯ লাখ ৩২ হাজার ৯৭৫ টাকা, এ ছাড়া চলতি ২০২৫ সালের জানুয়ারীতে ১৫ লাখ ৮২ হাজার ৫২৫ টাকা, ফেব্রুয়ারিতে ১৪ লাখ ৩৯ হাজার ৬৪০ টাকা,মার্চে ১২ লাখ ১৭ হজার টাকা, এপ্রিলে ১০ লাখ ৪২ হাজার ২৫০ টাকা, মে মাসে ১৫ লাখ ৫২ হাজার ৯২৫ টাকা, জুনে ১৭ লাখ ২১ হাজার ২৫ টাকা, জুলাই এ ২৩ লাখ ৯১ হাজার ৪৫০ টাকা, আগষ্টে ২২ লাখ ৭৯ হাজার ২৫ টাকা, সেপ্টেম্বরে ১৯ লাখ ৩০ হাজার ৬৫০ টাকা ও চলতি অক্টোবর মাসের আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) পর্যন্ত ২৮ দিনে ১৭ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
আরও পড়ুনযানবাহন চালকরা জরিমানার টাকাগুলো অনলাইনে ইউক্যাশের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়েছেন।
বগুড়া সদর ট্রাফিক বিভাগের ইনচার্জ ট্রাফিক ইন্সপেক্টর (টিআই, প্রশাসন) মো: সালেকুজ্জামান খাঁন বলেন, অবৈধ যানবাহনের চালকের বিরুদ্ধে মামলা ও জরিমানা আদায় করে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন এই শহরে ধারণ ক্ষমতার চেয়ে তিনগুণ বেশি যানবাহন চলে।
শহরে ৪০-৫০ হাজার যানবাহন চলাচলের ধারণ ক্ষমতা থাকলেও এখন চলাচল করে লক্ষাধিক। এর মধ্যে আবার প্রায় অর্ধলাখ যানবাহনের কোন বৈধ কাগজপত্র নেই। প্রতিদিনই নতুন নতুন অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন রাস্তায় নামছে। এ সব যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র নেই। অবৈধ যানবাহনই যানজট বাড়াচ্ছে। যে কারণে যানজট নিয়ন্ত্রণে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান চলমান রয়েছে।
মন্তব্য করুন









