নওগাঁয় বয়সভত্তিকি ক্রিকেটার বাছাই কার্যক্রম
নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ২০২৫-২৬ সিজনের জন্য নওগাঁয় খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী জেলা স্টেডিয়ামে মোট ৩টি ক্যাটাগড়িতে চলে এ বাছাই পর্ব।
জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জানান, অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৬ ও অনূর্ধ্ব ১৮ এই ৩টি ক্যাটাগড়িতে ১২০ জন ক্ষুদে ক্রিকেটার বাছাইয়ে অংশ নেয়। এই ১২০ জন প্লেয়ারকে প্রথমে প্রাথমিক বাছাই অংশ নেয়। পরে মেডিকেল পরীক্ষা হয়। মেডিকেলে উত্তীর্ণদের নিয়ে আগামী মৌসুমের জন্য জেলা বয়সভিত্তিক টিম গঠন করা হবে।
আরও পড়ুনবিসিবির দেশব্যাপী বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে জেলা পর্যায়ে এ বাছাই কার্যক্রম চলছে। আগামীতে তাদের সমন্বয়ে নওগাঁ জেলা দল বয়সভিত্তিক টুর্নামেন্টে সফলতার স্বাক্ষর রাখবে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগে এক্সিকিউটিভ অফিসার আশিকুজ্জামান, রাজশাহী বিভাগীয় কোচ মোহাম্মদ শাহনেওয়াজ শহিদ, নওগাঁর কোচ সেলিম হোসেন সরদার সাবু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, সুমন আলী প্রমুখ।
মন্তব্য করুন









