জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারীসহ ৫ দফা দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারী এবং সেই আদেশের ভিত্তিতে নভেম্বরে গণভোট, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বিকেলে জামায়াতে ইসলামী বগুড়া জেলা ও শহর শাখার উদ্যোগে স্থানীয় পৌর পার্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আসম আব্দুল মালেক, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম সরকার,শহর জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম ও আল-আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, জামায়াত নেতা আব্দুস ছালাম তুহিন, মিজানুর রহমান, এড.শাহীন মিয়া, নুরুল ইসলাম আকন্দ, ইকবাল হোসেন প্রমূখ।
আরও পড়ুনবক্তারা অবিলম্বে জামায়াতে ইসলামীর ৫ দফা মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
মন্তব্য করুন









