ভিডিও বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

পাবনার সুজানগরে অসময়ে লোডশেডিং 

পাবনার সুজানগরে অসময়ে লোডশেডিং 

সুজানগর (পাবনা) প্রতিনিধি : লোডশেডিং সাধারণত প্রচণ্ড তাপদাহ এবং অসহনীয় গরমের সময় দেখা দেয়। কারণ এ সময় অফিস-আদালত এবং বাসা বাড়িতে ব্যাপকভাবে বৈদ্যুতিক ফ্যান এবং এসি চলার কারণে বিদ্যুতের ঘাটতি দেখা দেয়। কিন্তু চলতি শীতের মৌসুমে ফ্যান এবং এসি’র তেমন ব্যবহার না থাকলেও পাবনার সুজানগরে পল্লী বিদ্যুতের ব্যাপক লোডশেডিং দেখা দিয়েছে।

ভুক্তভোগী গ্রাহকরা জানান, গরমের মৌসুমে এ উপজেলায় যখন তখন লোডশেডিং দেখা দিতো। আর চলতি শীতের সময় নিয়মিত সকাল, বিকাল এবং সন্ধ্যায় লোডশেডিং দেখা দিচ্ছে। উপজেলার কুড়িপাড়া গ্রামের যুবরাজ লুঙ্গি ফ্যাক্টরির মালিক আসাদুজ্জামান রোকন বলেন, লোডশেডিংয়ের কারণে এলাকার তাঁত শিল্পের পাশাপাশি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানসহ বিদ্যুৎ নির্ভর বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে তারা আর্থিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সেই সাথে সন্ধ্যা রাতে লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। ভুক্তভোগী শিক্ষার্থী সুপ্ত জানায়, লেখা-পড়া করার উপযুক্ত সময় সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত। অথচ মাঝে মধ্যেই সন্ধ্যা রাতে বিদ্যুৎ থাকেনা। ফলে এ সময় তাদের লেখাপড়া ব্যাহত হয়।

আরও পড়ুন

এ ব্যাপারে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২’র আওতাধীন সুজানগর আঞ্চলিক অফিসের ডিজিএম উত্তম কুমার সাহা বলেন, চাহিদার তুলনায় বিদ্যুতের বরাদ্দ কিছুটা কম। তাছাড়া বিদ্যুৎ লাইনেও যান্ত্রিক ত্রুটি আছে। ফলে লোডশেডিং হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জামায়াতের ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস পালন

বগুড়ার নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন সোহেলের মানবেতর জীবন

শর্ত সাপেক্ষ জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি- রাজশাহীতে নাহিদ

জামায়াত সরকার গঠন করলে সাংবাদিক ভাইদের বিশেষ সহায়তার আওতায় আনা হবে : অধ্যক্ষ শাহাবুদ্দিন

রংপুরে স্বল্প সময়ে ভালো ফলনের জন্য বিনাধান চাষে আগ্রহ বেড়েছে চাষিদের