বগুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নদীতে মাছের পোনা অবমুক্তকরণ
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) করতোয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করা করা হয়েছে। বেলা সাড়ে ১২টায় বগুড়া শহর যুবদলের আয়োজনে পৌরসভার ১৮ নং ওয়ার্ডের ফুলবাড়ী এলাকায় করতোয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।
শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি’র সভাপতিত্বে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহ্রিয়ার গোর্কি।
আরও পড়ুনএসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ভিপি নিহার সুলতানা তিথি, শহর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, মোনারুল ইসলাম, আবু সাঈদ মন্ডল, জাহিদ, সাদ্দাম হোসেন, রোকন, সেতু, খোকন, মোখলেছ, কাজল, রনি, শাহিন, রাশেদ, সঞ্জয়, রনি, রকি, রায়হান ফাহিম, আশরাফুল রোমান, সেহেল, সিয়াম, তুষার জিতুসহ শহর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন









