ভিডিও বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

গোপালগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পটুকে (৪৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) রাত ১০টার দিকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম পটু উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডহরপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় কোটালীপাড়া থানা পুলিশ বাদী হয়ে ১৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার পাঁচশ জনকে অজ্ঞাত আসামি করে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

আরও পড়ুন

 

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন জানান, এ মামলায় কোটালীপাড়া উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পটুকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এ ঘটনায় এখন পর্যন্ত কোটালীপাড়া থেকে ৭১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জামায়াতের ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস পালন

বগুড়ার নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন সোহেলের মানবেতর জীবন

শর্ত সাপেক্ষ জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি- রাজশাহীতে নাহিদ

জামায়াত সরকার গঠন করলে সাংবাদিক ভাইদের বিশেষ সহায়তার আওতায় আনা হবে : অধ্যক্ষ শাহাবুদ্দিন

রংপুরে স্বল্প সময়ে ভালো ফলনের জন্য বিনাধান চাষে আগ্রহ বেড়েছে চাষিদের