গোপালগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পটুকে (৪৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) রাত ১০টার দিকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম পটু উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডহরপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় কোটালীপাড়া থানা পুলিশ বাদী হয়ে ১৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার পাঁচশ জনকে অজ্ঞাত আসামি করে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।
আরও পড়ুনকোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন জানান, এ মামলায় কোটালীপাড়া উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পটুকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এ ঘটনায় এখন পর্যন্ত কোটালীপাড়া থেকে ৭১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মন্তব্য করুন









