শজিমেক হাসপাতালে ইন্টারনাল মেডিসিন ডে পালিত
“ইন্টারনাল মেডিসিন চিকিৎসক জটিলতার বিশেষজ্ঞ রোগীদের জন্য অপরিহার্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) উপলক্ষ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের কনফারেন্স রুমে সজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মো: আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন। বগুড়া বিএমএ’র আহ্বায়ক অধ্যাপক ডাঃ আজফারুল হাবিব রোজ, শজিমেক বগুড়ার অধ্যক্ষ অধ্যাপক ডা: ওয়াদুদুল হক তরফদার, শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসিন, শজিমেক এর উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবু হেনা মোস্তফা কামাল, বি এম এ বগুড়ার সদস্য সচিব ডা: আ: ওয়াহেদ। এছাড়াও মেডিসিন বিভাগের চিকিৎসক সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক বৃন্দ বক্তব্য রাখেন।
আরও পড়ুনমন্তব্য করুন









