ভিডিও সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

দীর্ঘ সময় পর ফিরছেন পরীমণি!

দীর্ঘ সময় পর ফিরছেন পরীমণি!, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : দীর্ঘ সময় খবরে থাকলেও সিনেমায় নেই পরীমণি। এরমধ্যে এক বছর চার মাস ২৩ দিন খরচা করে ‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমার কাজ শেষ করার খবর মিলেছে বটে। যদিও সেটি মুক্তির কোনও নিশ্চয়তা মিলছিল না। অবশেষে ছবিটি মুক্তির খোঁজ মিলেছে। নিশ্চিত এই খবর সত্যি হলে, পরীকে ফের বড় পর্দায় দেখার আনন্দ ছড়াবে ভক্তদের মনে। জানা গেছে, আসছে রোজার ঈদে ছবিটি মুক্তি পাচ্ছে।

২০২৩ সালের অক্টোবরে শুরু হয় সিনেমাটির শুটিং। চলতি বছরের শুরুতে এক ভিডিওবার্তায় পরীমণি জানান, সিনেমাটির শুটিং শেষ করেছেন। সিনেমাটির সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া বলেন, ‘আমাদের সিনেমার ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) শেষ হয়েছে। এখন কেবল বাকি আছে কালার গ্রেডিং ও এডিটিংয়ের কাজ। ইনশাআল্লাহ আমরা রোজার ঈদে ছবিটি মুক্তি দিতে পারবো।’ ‘ডোডোর গল্প’তে পরীমণি অভিনয় করেছেন ‘কাজল চৌধুরী’র ভূমিকায়। তার সঙ্গে রয়েছেন সাইমন সাদিক, যিনি ‘রায়হান’ নামের এক ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন।

পরীমণি বলেন, ‘এই সিনেমাটি আমার কাছে খুব স্পেশাল। কারণ, মাতৃত্বকালীন বিরতির পর এই ছবির মাধ্যমেই আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। তাই নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। প্রতিটি কাজই আমার কাছে গুরুত্বপূর্ণ, তবে এই সিনেমার সঙ্গে এক ধরনের আবেগ জড়িয়ে আছে। আশা করি, দর্শকরা ছবিটি ভালোবাসবেন।’

আরও পড়ুন

সিনেমাটি পরিচালনা করেছেন রেজা ঘটক। তিনিই লিখেছেন এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ। ‘ডোডোর গল্প’ ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায়। এতে অভিনয় করেছেন ৮৭ জন শিল্পী এবং দৃশ্যধারণ হয়েছে ২৫টিরও বেশি লোকেশনে। গল্পটি, এক আত্মনির্ভরশীল মায়ের দীর্ঘ দুই দশকের সংগ্রামের গল্প। যেখানে নিরন্তর অনুসন্ধান শেষে মা খুঁজে পায় তার হারিয়ে যাওয়া সন্তানকে।

বলা দরকার, নিজের জন্মদিন উদযাপন করতে এখন মালয়েশিয়া রয়েছেন পরীমণি। অন্যদিকে সাইমন সাদিক রয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায়। দু’জনই ‘ডোডোর গল্প’র বাইরে সিনেমাশূন্য!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ সময় পর ফিরছেন পরীমণি!

গাজায় কোন বিদেশি সেনা মোতায়েন হবে তা ইসরাইল সিদ্ধান্ত নেবে : নেতানিয়াহু

প্রথম টি-টোয়েন্টিতে যে একাদশে নামতে পারে বাংলাদেশ 

রজনীকান্তের বিপরীতে দক্ষিণী সিনেমায় বিদ্যা বালান!

নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মেয়র প্রার্থী মমদানি, জয় ঠেকাতে মরিয়া ইহুদিরা

এবার প্রকাশ্যে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেম