ভিডিও সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

রজনীকান্তের বিপরীতে দক্ষিণী সিনেমায় বিদ্যা বালান!

রজনীকান্তের বিপরীতে দক্ষিণী সিনেমায় বিদ্যা বালান!, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বলিউডের গণ্ডি পেরিয়ে এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটতে চলেছে বিদ্যা বালানের। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি, এমনটাই গুঞ্জন। 

ভারতীয় গণমাধ্যম বলছে, তামিল ছবি ‘জেলার-২’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে বিদ্যা বালানকে। ছবিতে মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। এই ছবিতে খল চরিত্রে থাকবেন মিঠুন। 

নেলসন দিলীপ কুমারের পরিচালনায় একই সঙ্গে এই ছবিতে রয়েছেন রজনীকান্তও। তবে রজনীকান্তের বিপরীতে বিদ্যাকে দেখা যাবে কি না, তা এখনো জানা যায়নি। এই মুহূর্তে চেন্নাইয়ে চলছে ছবিটির শুটিং। এরপর ছবির পরবর্তী অংশের শুটিং হবে গোয়াতে। জানুয়ারি মাসে হবে ছবির পোস্ট প্রডাকশনের কাজ। 

আরও পড়ুন

কেরালার মেয়ে বিদ্যা বালান অভিনয় করেছেন টলিউড ও বলিউডের একাধিক ছবিতে। বাংলা ভাষা ও বাঙালির প্রতি রয়েছে তার অগাধ ভালোবাসা। এর আগে ২০১৯ সালে ‘নেরকোণ্ডা পারবাই’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন, তবে দক্ষিণ ভারতের মেয়ে হয়ে সেভাবে কখনোই কোনো ছবিতে অভিনয় করা হয়নি তার। ‘জেলার-২’ ছবির হাত ধরেই অভিষেক হচ্ছে বিদ্যার। সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালের ১২ জুন বড়পর্দায় মুক্তি পেতে পারে এই ছবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রজনীকান্তের বিপরীতে দক্ষিণী সিনেমায় বিদ্যা বালান!

নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মেয়র প্রার্থী মমদানি, জয় ঠেকাতে মরিয়া ইহুদিরা

এবার প্রকাশ্যে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেম

গাজায় ত্রাণসামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল

অজি ক্রিকেটারের শ্লীলতাহানি : ভারতীয় মন্ত্রীর মন্তব্যে তোলপাড়

আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি নেতা সালাহউদ্দিন