ভিডিও সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

জ্যামে আটকে সালমান, দ্রুত শুটিংয়ে পৌঁছাতে ছুটলেন অপরিচিতের বাইকে!

সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক ঃ লাদাখে টানা পঁয়তাল্লিশ দিন শুটিংয়ের পর এখন মুম্বাইতে জোর কদমে চলছে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিং। ইতিমধ্যে শুটিংয়ে যোগ দিয়েছেন ভাইজান। কিন্তু মুম্বাইয়ের যানজট কাটিয়ে সময়মতো গন্তব্যে পৌঁছানো বেশ কঠিন। এবার এই যানজটে আটকালেন স্বয়ং ভাইজান।

এদিকে সময় বয়ে যাচ্ছে, শুটিংয়ে পৌঁছাতে হবে সময়মতো। আর সেজন্য মাঝরাস্তায় নিজের গাড়ি থেকে নেমে অপরিচিত এক তরুণের বাইকে লিফট নিলেন সালমান। আর তাতেই সময়মতো সেটে পৌঁছান তিনি। যদিও সুপারস্টারের নিরাপত্তার কথা মাথায় রেখে সেই বাইকের পিছু নিতে ভোলেননি নিরাপত্তারক্ষীরা। এক সাধারণ তরুণের বাইকে করে মুম্বাইয়ের রাজপথে ছুটেছেন হয়েছেন সালমান আর তার পিছনে প্রায় উড়ে আসছে তার নিরাপত্তারক্ষীরা।

এই দৃশ্য কল্পনা করলেও মনে হয় যে কোনও ছবির দৃশ্যকে হার মানাবে। তবে নিজের গন্তব্যে অর্থাৎ স্টুডিও অবধি পৌঁছানো পর্যন্ত নিজের পরিচয় দেননি সালমান। বাইকের চালক ওই তরুণ তখন জানেন না যে তিনি কাকে নিয়ে যাচ্ছেন। মুখ ঢেকে স্টুডিওতে পৌঁছানোর পরই নিজের পরিচয় দেন ভাইজান। আর তা জানার পর সে তররুণ অবাক। শুটিং ফ্লোরে সময় মতো পৌঁছাতে ভাইজানের এই তৎপরতা, পেশাদারিত্বকে অনেকেই বাহবা দিয়েছেন।

আরও পড়ুন

অনেকেই আবার প্রশ্ন তুলছেন সময়মতো সেটে না পৌঁছানোর যে অপবাদ রয়েছে তা খণ্ডাতেই কি এই পদক্ষেপ নিলেন ভাইজান? এর আগে ‘সিকান্দার’ ছবির শুটিংয়ে দেরিতে শুটিংয়ে পৌঁছানোর অভিযোগ উঠেছিল সালমানের ওপর। বলিউডে তার সমসাময়িকদের মতোই তিনি যে যথেষ্ট পেশাদার তা বোঝাতেই ঠিক ‘হাম কিসি সে কম নেহি’ ভঙ্গিমায় এবার এমন অভিনব কায়দা রপ্ত করলেন তিনি!

উল্লেখ্য, ২০২০ সালে গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় ফের র‍্যাবের হাতে ধরা কথিত জ্বীনের বাদশা

উত্তরা ইপিজেডে চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

বগুড়ার সারিয়াকান্দির উচ্চ ফলনশীল কাঁচা মরিচ বাজারে: কমছে দাম

গাইবান্ধার সাঘাটায় বালু বোঝাই ট্রাক্টরে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তা ও পরিবেশ

রংপুরের মিঠাপুকুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

বগুড়ার আদমদীঘিতে মাঠে মাঠে সোনালী রঙ ধরেছে আগাম জাতের ধানে