ডিসেম্বরে নতুন সিনেমার শুটিংয়ে মোশাররফ
বিনোদন ডেস্ক ঃ বর্তমানে নাটক নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। বিশেষ করে ভালোবাসা দিবস ও ঈদের কাজ নিয়েই চলছে তার ব্যস্ততা। এর পাশাপাশি ওটিটির কাজও করছেন তিনি। সবমিলিয়ে চলতি বছর মোশাররফ করিমের শিডিউল বেশ টাইট। কারণ নভেম্বর পর্যন্ত নাটক-ওটিটির শুটিং শেষে ডিসেম্বরেই নতুন সিনেমার কাজ শুরু করতে চলেছেন এই অভিনেতা। ছবির নাম ‘বনলতা এক্সপ্রেস’। পরিচালনা করছেন তানিম নূর।
ছবিটিতে আরও অভিনয় করছেন- চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর প্রমুখ। মোশাররফ করিমকে চলতি বছর দেখা গেছে ‘চক্কর’ ও ‘ইনসাফ’ ছবিতে। দু’টি ছবিই ঈদে মুক্তি পেয়েছে। আর দু’টিতে অভিনয় করে মোশাররফ করিম বেশ প্রশংসিতও হয়েছেন। ‘বনলতা এক্সপ্রেস’র গল্পের ধরন ও তাতে এ অভিনেতার চরিত্র একেবারেই আলাদা। তাই ছবিটি নিয়ে বেশ আশাবাদী তিনি।
আরও পড়ুনমোশাররফ করিম বলেন, ছবিটির নাম অনেক সুন্দর। বনলতা এক্সপ্রেস। তেমনি গল্পটাও অসাধারণ। তানিম নূরও মেধাবী নির্মাতা। আমি মুখিয়ে আছি ছবিটিতে অভিনয় করার জন্য। কারণ নতুন চরিত্র পেলে সব সময়ই সেখানে কাজ করতে ভালো লাগে আমার। চ্যালেঞ্জ অনুভব হয়। এবারো তাই হচ্ছে। আমার বিশ্বাস, খুব ভালো কিছু হবে।
মন্তব্য করুন






_medium_1761481700.jpg)



