ভিডিও রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় শহরের মুক্তির মোড় পৌরসভার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটি।

বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব আলিমুর রেজা রানার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সামাজিক সংগঠন উদিচির সভাপতি উপল সাহা, গণফোরাম নওগাঁর সংগঠক বিন আলী পিন্টু, নাগরিক কমিটির সদস্য খন্দকার রেজাউল আলম টুকু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নওগাঁর সভাপতি মিজানুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী রানা জোয়ারদার।

বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব আলিমুর রেজা রানা বলেন, প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করে পুরনো মিটারের ত্রুটি সংশোধন করতে হবে। এর মাধ্যমে জনমনে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনতে হবে। আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি।

আরও পড়ুন

জনমত উপেক্ষা করে নওগাঁয় নেসকোর হয়রানিমূলক প্রিপ্রেইড মিটার স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে যাদের বাড়িতে প্রিপেইড মিটার লাগানো হয়েছে, সেগুলো প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার না করা হয়, যদি বিদ্যুৎ খাতের লুটের বিচার না হয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈশ্বিক আর্থিক ও কারিগরি সহায়তা অপরিহার্য : রিজওয়ানা

সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

কিংবদন্তী অভিনেত্রী জুন লকহার্ট আর নেই

স্বচ্ছ রাজনীতি ও মুক্ত চিন্তার পরিবেশ গড়তে নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে

জাতীয় ঐক্য নষ্ট হলে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন হবে : সালাহউদ্দিন