সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ৬টায় বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের তাড়াশ উপজেলার দেবীপুর গ্রামে। জানা যায়, উপজেলার দেবীপুর চরপাড়া গ্রামের মৃত রব্বান প্রামাণিকের ছেলে লায়েন আলী(৬৫) পার্শ্ববর্তী পুকুরে পাহারাদারের কাজ করতেন।
প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার সকাল সাড়ে ৬টায় মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাবার সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তার ওপর পড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। সড়কে চলাচলকৃত লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশে খবর দেয়।
আরও পড়ুনহাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি জব্দ করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন




_medium_1761477867.jpg)

_medium_1761469338.jpg)



