ভিডিও রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

শেরপুরে কাঁচাবাজারে বেড়েছে সরবরাহ : কমছে দাম

সংগৃহিত,শেরপুরে কাঁচাবাজারে বেড়েছে সরবরাহ : কমছে দাম

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় কাঁচাসবজির দাম কিছুটা কমলেও এখনো সাধারণ মানুষের নাগালের মধ্যে আসেনি। শীতের আগাম সবজি বাজারে আসলেও দাম চড়া, বাজারে গিয়ে হাতেগোনা কিছু পণ্য কেনা ছাড়া উপায় থাকছে না ক্রেতাদের। 

শনিবার উপজেলার রেজিস্ট্রি অফিস বাজার, শেরুয়া বটতলা বাজার, মির্জাপুর হাট বাজার ও কয়েরখালীসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সবজির দাম কমেছে তবে এখনো ক্রেতাদের নাগালের মধ্যে আসেনি। বেগুন ৮০/৯০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, পটল ৫০ টাকা, শিম ১৬০ টাকা, ফুলকপি ৮০ টাকা, কচু, কদর ৩০ টাকা, শশা দেশি ৪০ টাকা, হাইব্রিড ৩০ টাকা, গাজর ১৯০ টাকা, টমেটো ১৫০, করলা ৬০ টাকা, কাকরোল ৫০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা পিস, মিষ্টিকুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে মানুষের সাধ্যের মধ্যে রয়েছে আলু ও পেঁপেঁ সাথে তুলনামূলকভাবে পেঁয়াজের দাম। আলু বিক্রি হচ্ছে ১৫/২০ টাকা, পেঁপে ২০ টাকা কেজি দরে ও পেঁয়াজ ৫০ টাকা কেজিতে। অপরদিকে মাছের বাজারে গিয়ে দেখা গেছে, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে প্রতি কেজি মাছে রকমভেদে ৩০ টাকার বেশি কমেছে, তবে গরুর মাংস ও খাসির মাংসের দাম আগের মতই রয়েছে। বড় সাইজের রুই মাছ ২৫০ থেকে ২৮০ টাকা কেজি, সিলভার ব্রিগহেড ২২০ টাকা থেকে ২৪০ টাকা কেজি, শিং ২৫০ থেকে ৩০০ টাকা, পাংগাস ১২০ টাকা থেকে ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এছাড়া খাল-বিলের দেশি মাছের দাম নাগালের মধ্যেই রয়েছে। গরুর মাংসের ৭০০ টাকা কেজি ও খাসির মাংসের ৯৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বাজারে আসা রফিক, ছানাউল্লা, রহমত, ফরিদসহ অনেকেই বলেন, আমাদের আয় রোজগার না বাড়লেও জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, সংসার চালাতে গিয়ে এখন হিমসিম খাচ্ছি, সারাদিন ৫/৬শ’ টাকা রোজগার করি, চাল-ডাল তরিতরকারি কিনতেই শেষ, মাংসের কেনার সামর্থ আমাদের নেই, এখন পছন্দমত তরিতরকারিও কিনতে পারছি না। তবে খাল-বিলের মাছ আসাতে সাধ্যের মধ্যে কেনা সম্ভব হচ্ছে। 

অন্যদিকে ব্যবসায়ী সুলতান বলেন, এবার বৃষ্টি বেশি হবার কারণে গাছ মরে গেছে ফলে বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণে সবজির দাম বেড়েছে। এখন প্রতিদিনই আমাদানি বাড়ছে এবং দামও কমছে, খুব শিগগিরই দাম কমে স্বাভাবিক হবে বলে আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন

পাইকারি ব্যবসায়ী মাফু বলেন, পাইকারি বাজারে সরবরাহ সংকটের কারণে সবজির দাম বেড়েছিল, এখন লোকাল বাজারসহ মোকামে আমদানি বৃদ্ধি হওয়ায় প্রতিদিনই দাম কমছে। আগামী সপ্তাহেই শীতের সবজির দাম আরো কমে যাবে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন দৈনিক করতোয়ার মাল্টিমিডিয়া রিপোর্টার সামিউল আলীম।

ক্যাম্পাসে হয় মাদক সিন্ডিকেট থাকবে না হয় ডাকসু থাকবে — জিএস ফরহাদ

গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার: ড. আসিফ নজরুল

ফারিণ খানের ‘মেঘছায়া’

প্রকাশ পেলো রফিকুল আলমের কন্ঠে নতুন দুই গান

আবহাওয়ার পরিবর্তনে সুস্থ থাকতে প্রয়োজন লবঙ্গ চায়ের