লালমনিরহাটে অবৈধভাবে বিক্রিকালে ৭শ’ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবৈধভাবে বিক্রির সময় ৭শ’ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে ফারুক হোসেন নামে এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার দাশ। গত শুক্রবার সন্ধ্যায় পাটগ্রাম পৌর শহরের বাইপাস সড়ক এলাকায় অভিযানটি পরিচালিত হয়। ফারুক হোসেন পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের বিসিআইসি ডিলার।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক হোসেন লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরের বাফার গুদাম থেকে সরকার নির্ধারিত বরাদ্দের সার সংগ্রহ করেন। নিয়ম অনুযায়ী সারগুলো নির্ধারিত বিক্রয়কেন্দ্রে নিয়ে কৃষকদের মধ্যে সরকারি দামে বিক্রির কথা থাকলেও তিনি পৌরসভার বাইপাস এলাকায় ট্রাক থামিয়ে ভ্যানে করে খুচরা বিক্রেতাদের কাছে অধিক দামে বিক্রি করতে থাকেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ট্রাকটি আটক করে। খবর পেয়ে ইউএনও উত্তম কুমার দাশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অভিযোগ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফারুককে ৩০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
আরও পড়ুনপাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ৭শ’ বস্তা এমওপি সার জব্দ করা হয়েছে। এগুলো সংশ্লিষ্ট ডিলারের বিক্রয় পয়েন্টে পুলিশ ও কৃষি কর্মকর্তাদের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন










