বগুড়ায় আমিরে জামায়াত নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন

বগুড়ায় আমিরে জামায়াত নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন্ হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে রুকন সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। প্রায় ১৬শ’ ভোটারের মধ্যে দেড় হাজারের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
রুকন সম্মেলনে সভাপতিত্বে করেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ সদর সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্র কর্তৃক দায়িত্বপ্রাপ্ত বগুড়া শহর শাখার প্রিজাইডিং অফিসার ও পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ। আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারী রফিকুল আলম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক, এড. আল আমিন, এড. রিয়াজ উদ্দিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, মোহাম্মদ আব্দুস সালাম তুহিন, এড. মোহাম্মদ শাহিন মিয়া, মাওলানা হেদাইতুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন, এড. মোহাম্মদ নুরুল ইসলাম আকন্দ, নিজাম উদ্দিন প্রমুখ।
আরও পড়ুনসম্মেলনে প্রধান অতিথি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ ও জাতির সামনে নতুন সম্ভবনা দেখা দিলেও মহল বিশেষের ক্ষমতালিপ্সা ও অহমিকার কারণে সে সম্ভবনার অপমৃত্যু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাদের আস্কারা পেয়েই দেশ এখন চাঁদাবাজ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার না হলে এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবেনা। তাই দেশে ছাত্র জনতা হত্যা সহ সকল মানবতা বিরোধী অপরাধের বিচার দৃশ্যমান করার দাবী জানান।
মন্তব্য করুন