ভিডিও শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে

জাতীয় সংসদে আমরা কুরআনের আলো জ্বালাতে চাই : অধ্যাপক মুজিবুর রহমান

জাতীয় সংসদে আমরা কুরআনের আলো জ্বালাতে চাই : অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : দৈনিক করতোয়া

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশের ৮০ ভাগ মানুষ কৃষক, তারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করেন। অথচ কৃষকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ৫৪ বছর ধরে এদেশে জালিমের শাসন থাকার কারণেই শুধু কৃষক নয়, সকল শ্রেণি পেশার মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

মানুষ জুলুম নির্যাতনের শিকার হয়েছে। ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদও শয়তানের চিন্তা। মহানবী (সা.) কখনও জাতীয়তাবাদ সমর্থন করেননি। আগামীর বাংলাদেশ হবে কুরআন ও সুন্নাহভিত্তিক মদিনা স্টাইলের রাষ্ট্র ব্যবস্থা। দেশের সর্বোচ্চ সম্মানিত স্থান জাতীয় সংসদে আমরা কুরআনের আলো জ্বালাতে চাই। এর মাধ্যমে দেশের মানুষকে একটি শান্তিপূর্ণ সমাজ ও রাষ্ট্রীয় কাঠামো উপহার দিতে চাই।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

আরও পড়ুন

বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল বারী আপেলের সভাপতিত্বে এবং শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও বগুড়া-৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সংগঠনের সেক্রেটারি জেনারেল এস.এম শাজাহান, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেকুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, গাবতলী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ইউনুস আলী, শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, আব্দুল লতিফ প্রামাণিক, গাবতলী উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, উপজেলা সহকারী সেক্রেটারি মোখলেছুর রহমান মুকুল, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলী, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল মোমিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ সচেতনতায় তেঁতুলিয়া থেকে টেকনাফে পায়ে হেঁটে যুবকের যাত্রা

সাংবাদিকের ওপর হামলা, একজনকে শাস্তি দিল বিএনপি

গাজীপুর থেকে অপহৃত মুফতি মহিবুল্লাহকে শেকলবাঁধা অবস্থায় পঞ্চগড়ে উদ্ধার

বগুড়ার সোনাতলায় সৈয়দ আহম্মদ কলেজ হাটে তাবু টানিয়ে গরুর হাট

শপথ নিলেন চাকসুর নির্বাচিতরা

আগামী শিক্ষাবর্ষ থেকে বগুড়া এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু