ভিডিও শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

বগুড়ায় আহত যুবকের মৃত্যুর গুজব ছড়িয়ে ৩০ বাড়িতে হামলা, চার বাড়িতে আগুন

বগুড়ায় আহত যুবকের মৃত্যুর গুজব ছড়িয়ে ৩০ বাড়িতে হামলা, চার বাড়িতে আগুন। ছবি: রাহেনুর ইসলাম

স্টাফ রিপোর্টার : বগুড়ায় হামলায় আহত যুবকের মৃত্যুর গুজব ছড়িয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাটের পর অগ্নিসংযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৩ টা থেকে শহরের উত্তর চেলোপাড়ার বাসিন্দারা নারুলি পশ্চিম পাড়া মহল্লার বাসিন্দাদের বাড়ি ঘরে হামলা চালায়। মাদক ব্যবসার নিয়ন্ত্রন নিয়ে এ হামলার  ঘটনা ঘটে বলে পুলিশের ধারণা।

স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উত্তর চেলোপাড়া বটতলা এলাকায়  রবিন (২৫), পিচ্চি মিয়া (২২) ও আশরাফ (২৮) নামে তিন  যুবককে নারুলি পশ্চিম পাড়ার কয়েকজন  যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকে বেলা তিনটার দিকে কে বা কারা মোবাইল ফোনে উত্তর চেলোপাড়ায় খবর দেয় যে হাসপাতালে চিকিৎসাধীন রবিন মারা গেছে, এখবর পেয়ে উত্তর চেলোপাড়ার দুই শতাধিক’ নারী পুরুষ লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে নারুলি পশ্চিম পাড়ায় প্রবেশ করে এলোপাথারীভাবে বাড়ি ঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ শুরু করে। এসময় নারুলি পশ্চিম পাড়ার বাসিন্দারা বাড়ি ঘর ফেলে পালিয়ে যান।

খবর পেয়ে নারুলী পুলিশ ফাঁড়ি ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও তারা বিপুল সংখ্যক হামলাকারীকে মোকাবেলা করা থেকে বিরত থাকেন। হামলাকারীরা কমপক্ষে ৩০টি বাড়ি ভাংচুর এবং লুটপাট করে। এছাড়াও চারটি বাড়ির ২০টি ঘরে অগ্নি সংযোগ করে। হামলাকারীরা ফিরে গেলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিস এর সিনিয়র স্টেশন অফিসার মো: শহিদুল ইসলাম বলেন, বাড়িঘরে আগুন লাগার খবর পেয়ে বিকেল ৩ টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে।

আরও পড়ুন

প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, নারুলী পশ্চিমপাড়ায় ইকবাল করিম বাবলু, আপেল মাহমুদ, সাইফুল ইসলাম ও জাফর খানের বাড়িতে আগুন লাগানো হয়। আগুনে বাড়িগুলোর ২০টি কক্ষ পুড়ে যায়। সেইসাথে বাড়ি সংলগ্ন আরও দুটি দোকানেও আগুন লাগে।

এতে বাড়ি ঘরের বিভিন্ন আসবাব পত্রসহ মূল্যবান মালামাল ভস্মিভূত হয়। আগুনে দোকানের মালামালও পুড়ে যায়। স্থানীয়রা জানান,এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

নারুলী পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মাসুদ করিম বলেন, উত্তর চেলোপাড়ার  দুই শতাধিক নারী পুরুষ পুলিশকে এক রকম জিম্মি করে নারুলী পশ্চিম পাড়ায়  হামলা করেছে। ধারনা করা হচ্ছে মাদক ব্যবসার নিয়ন্ত্রন নিয়ে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

তবে বগুড়া সদর থানার ওসি মো: হাসান বাসির বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৮ টা পর্যন্ত এ ব্যাপারে কেউ থানায় মামলা করেনি। তবে হামলাকারীদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ সচেতনতায় তেঁতুলিয়া থেকে টেকনাফে পায়ে হেঁটে যুবকের যাত্রা

সাংবাদিকের ওপর হামলা, একজনকে শাস্তি দিল বিএনপি

গাজীপুর থেকে অপহৃত মুফতি মহিবুল্লাহকে শেকলবাঁধা অবস্থায় পঞ্চগড়ে উদ্ধার

বগুড়ার সোনাতলায় সৈয়দ আহম্মদ কলেজ হাটে তাবু টানিয়ে গরুর হাট

শপথ নিলেন চাকসুর নির্বাচিতরা

আগামী শিক্ষাবর্ষ থেকে বগুড়া এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু