বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা সাকিবকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলার সাবেক সদস্য সচিব সাকিব খানকে গ্রেফতারের প্রতিবাদে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় শহরের সাতমাথায় সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শওকত ইমরান, আব্দুল আল সানি ও ভয়েস অব জুলাই বগুড়ার আহ্বায়ক আজিম উদ্দিন। এ সময় বক্তারা বলেন, সাকিব যদি কোন অন্যায় করে থাকে বা দোষী হয় তবে তাকে গ্রেফতার বা তার শাস্তি হলে আমাদের কিছু বলার নেই।
আরও পড়ুনকিন্ত তাকে কোন কারণ ছাড়াই ভোররাতে যেভাবে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তা আওয়ামী সরকারের কথাই মনে করে দেয়। আওয়ামী আমলে এভাবে গ্রেফতার ও নির্যাতন করা হতো। অথচ অন্তবর্তী সরকারের সময়ও এমন ঘটনা মেনে নেওয়া সত্যি দুঃখজনক।
মন্তব্য করুন