ভিডিও মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

বগুড়ার শেরপুরে ট্রাক-ট্রলি সংঘর্ষে চালকের মৃত্যু

বগুড়ার শেরপুরে ট্রাক-ট্রলি সংঘর্ষে চালকের মৃত্যু। প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালু বোঝায় ট্রাকের সাথে ভূট্রা বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক মিঠু মিয়া (৫০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের শালফার বোয়ালকান্দি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। মিঠু মিয়া উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি গ্রামের আব্দুল বারি মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ইশা পরিবহন নামক একটি বালুর ট্রাক শেরপুরের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টা বোঝাই একটি ট্রলি উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের বোয়ালকান্দি নামক স্থানে ব্রিজের উপর পৌঁছালে ট্রাকের সঙ্গে ট্রলিটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রলিটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালক ছিটকে রাস্তায় পড়ে গেলে তার দুই পায়ের উপর দিয়ে ট্রাকটি চলে যায়। ট্রলিটির সামনের অংশ ব্রিজের নিচে পড়ে গেলে ট্রলি চালক মিঠু মিয়া গুরুতর আহত হন।

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইনচার্জ বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসির সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় মিঠু মিয়াকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারকেল বরফি রেসিপি

বগুড়ার শেরপুরে ট্রাক-ট্রলি সংঘর্ষে চালকের মৃত্যু

অন্তর্বর্তী সরকারকে এখনই তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে: মির্জা ফখরুল

ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ

সাতক্ষীরায় ভাড়া বাসায় মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ

বাপ্পারাজের সঙ্গে দীঘি