ভিডিও মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

চুয়াডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালী গ্রামের দোপের মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, একই গ্রামের মৃত ভাদু বিশ্বাসের দুই ছেলে বজলুর রহমান (৭০) ও শাহাজান আলী (৫৬), বজলুর রহমানের দুই ছেলে রকিবুল ইসলাম (৩৫) ও তরিকুল ইসলাম (৩২), রকিবুলের স্ত্রী তৃপ্তি খাতুন (৩০)। আহতদের মধ্যে রকিবুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কৃষক বজলুর রহমান তার জমি দেখতে খুদিয়াখালী গ্রামের দোপের মাঠে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, চাচাতো ভাই আইজাল হোসেন ও তার লোকজন ওই জমি জোরপূর্বক দখল করে ভুট্টা রোপণ করছেন। এ সময় বজলুর রহমান বাধা দিলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

খবর পেয়ে বজলুর রহমানের ভাই শাহাজান আলী, দুই ছেলে রকিবুল ও তরিকুল এবং পুত্রবধূ তৃপ্তি খাতুন ঘটনাস্থলে পৌঁছান। তারা আহত বজলুর রহমানকে বাঁচাতে গেলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়। ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাদের বেধড়ক পেটানো হয়।

আরও পড়ুন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, আহত পাঁচজনের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। রকিবুল ইসলামের বুকে গভীর ক্ষত তৈরি হয়েছে, যা তার ফুসফুসে পর্যন্ত পৌঁছেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জেনেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ৮০ কর্মকর্তার পদোন্নতি

চুয়াডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম

নারকেল বরফি রেসিপি

বগুড়ার শেরপুরে ট্রাক-ট্রলি সংঘর্ষে চালকের মৃত্যু

অন্তর্বর্তী সরকারকে এখনই তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে: মির্জা ফখরুল

ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ