ভিডিও রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

প্রথমবার এমএলএস’র গোল্ডেন বুট জিতলেন মেসি

প্রথমবার এমএলএস’র গোল্ডেন বুট জিতলেন মেসি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : এমএলএসে গোলের পর গোল করে চলছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা গত ম্যাচে করেছিলেন জোড়া গোল। এবার ন্যাশভিলের বিপক্ষে করলেন এমএলএস ক্যারিয়ারে দ্বিতীয় হ্যাটট্রিক। ইন্টার মায়ামিকে নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে বড় জয় এনে দেয়ার পাশাপাশি মেসি নিশ্চিত করলেন গোল্ডেন বুট।

রোববার (১৯ অক্টোবর) এমএলএসের ম্যাচে ন্যাশভিলেকে ৫-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। হ্যাটট্রিকের পাশাপাশি একটি অ্যাসিস্ট করে মায়ামির জয়ের নায়ক বনে গেছেন অধিনায়ক মেসি। এটি ছিল এমএলএসের নিয়মিত মৌসুমের শেষদিন। এখন প্লে-অফ রাউন্ডের মাধ্যমে নিশ্চিত হবে শিরোপা। চলতি মৌসুমে এমএলএসে ২৮ ম্যাচে ২৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। ফলে এই ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকার হাতেই উঠছে সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট।

গোল্ডেন বুট জেতার পথে মেসি পেছনে ফেলেছেন এলেএফসি’র ডেনিস বৌয়াঙ্গা এবং ন্যাশভিলের স্যাম সুরিজকে। তারা দুজনই ২৪টি করে গোল করেছেন। এমএলএসের এক নিয়মিত মৌসুমে মেসির চেয়ে বেশি গোল করার রেকর্ড আছে শুধু তিনজন খেলোয়াড়ের। তারা হলেন-কার্লোস ভেলা (৩৪), জোসেফ মার্টিনেজ (৩১) এবং জলাতান ইব্রাহিমোভিচ (৩০)।

আরও পড়ুন

আটবারের ব্যালন ডি’অরজয়ী এই আর্জেন্টাইন লিগে ১৯টি অ্যাসিস্টও করেছেন। এমএলএসে এক নিয়মিত মৌসুমে সর্বোচ্চ গোলে অবদানের রেকর্ড মেক্সিকোর কার্লোস ভেলার। তিনি ৪৯ গোলে অবদান রেখেছিলেন। মেসি এই মৌসুমে তার চেয়ে একটি কম করেছেন।ইন্টার মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রে বলেন, ‘এটা অবশ্যম্ভাবি যে, মেসি প্রতিরাতে আমাদের এগিয়ে রাখেন। তাকে বর্ণনা করার মতো ভাষা আমার নেই।’ মেসির দারুণ নৈপুণ্যে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় হয়েছে ইন্টার মায়ামি। যা তাদের প্লে-অফে হোম অ্যাডভান্টেজ এনে দিচ্ছে। প্লে-অফের প্রথম রাউন্ডে তারা আবার ন্যাশভিলের মুখোমুখি হবে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ ঘণ্টা পর পুরোপুরি নিভল শাহজালালের আগুন

বিমানবন্দরে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ৭ সদস্যের কোর কমিটি

ঠাকুরগাঁওয়ে নাগর নদে ডুবে যুবকের মৃত্যু

পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বদলে জিম্বাবুয়ে

তিস্তার পানির অধিকার

পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম : প্রধান উপদেষ্টা