প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : অন্যদিকে, লিয়েন্দ্রো ট্রোসার্ডের একমাত্র গোলে ফুলহ্যামকে হারিয়েছে আর্সেনাল। এই জলে আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল।
মিকেল আর্তেতার আর্সেনাল ফুলহ্যামের মাঠে খেলতে নেমেও আধিপত্য বিস্তার করেছে। যদিও ফিনিশিংয়ের ব্যর্থতা ভুগিয়েছে গানারদের। প্রথমার্ধে ম্যাচ ছিল গোলশূন্য সমতায়। এমনকি ওই সময়ে আর্সেনালের হয়ে একটি মাত্র শট লক্ষ্যে রাখতে পারেন ভিক্টর গিওকেরেস। ফলে বহুল কাঙ্ক্ষিত গোল পেতে গানারদের অপেক্ষা করতে হয়েছে ৫৮ মিনিট পর্যন্ত। বুকায়ো সাকার কর্নারে গাব্রিয়েল মাঘালায়েস হেড পাস দেন দূরের পোস্টে। সেখানে থাকা লিয়েন্দ্রো ট্রোসার্ড ভলিতে বল জালে পাঠান।
এরপর আক্রমণ অব্যাহত রাখলেও আর গোলের দেখা পায়নি আর্সেনাল। ফুলহ্যামও ম্যাচে ফিরতে পারেনি। যোগ করা সময়ে ফুলহ্যাম গোলরক্ষক শট ঠেকিয়ে হতাশ করেছেন গিওকেরেস ও গাব্রিয়েল মার্টিনেল্লিকে। ফলে ম্যাচে আর ব্যবধান বাড়েনি।
আরও পড়ুনএই জয়ে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠল আর্সেনাল। একইদিন এভারটনকে হারিয়ে ম্যানচেস্টার সিটি শীর্ষে উঠেছিল। গানারদের ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে তারা দুইয়ে নেমে গেল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে।
মন্তব্য করুন