ছোট লক্ষ্য দিয়েও ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারাল বাংলাদেশ

করতোয়া স্পোর্টস : প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো টাইগাররা। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ২০৮ রানের টার্গেট দেয় স্বাগতিক বাংলাদেশ। দলীয় ৮ রানে ২ ওপেনার সাইফ ও সৌম্যকে হারিয়ে শুরুতেই চাপে পরে বাংলাদেশ। পরে নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃযদয়ে ৭১ রানের জুটি গড়ে চাপ কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করে। শান্ত এলবিডব্লিউর ফাঁদে ৩২ রান করে আউট হন।
এরপর ব্যাটিংয়ে নামে অভিষিক্ত মাহিদুল ইসলাম অংকন। অংকন এবং হৃদয় মিলে গড়েন ৩৬ রানের জুটি। হৃদয় হাফ সেঞ্চুরি করে ৯০ বলে ৫১ রানে আউট হন। মাহিদুল ইসলাম অংকন অধিনায়ক মিরাজকে সাথে নিয়ে ৪৩ রানের জুটি গড়লে ১৭ রান করে ক্যাঁচ আউট হয়ে ফিরে যান মিরাজও। সবশেষ রোস্টোন চেজের করা বলে বোল্ড আউট হয়ে ৭৬ বলে ৪৬ রানের দারুণ ইনিংস খেলে দলীয় ১৬৫ রানে আউট হন মাহিদুল ইসলাম অংকন।
এরপর নুরুল হাসান সোহানের ৯ রান ও রিশাদ হোসেনের গুরুত্বপূর্ণ ১৩ বলে ২৬ রানের ওপর ভর করে ২ বল হাতে রেখেই ২০৭ রানে অলআউট হয় টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন পেসার যায়দেন সেলস্।
আরও পড়ুন২০৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্রেন্ডন কিং ও অলিক আথানাজে মিলে ৫০ জুটি গড়েন এরপর ১২তম ওভারে রিশাদ হোসেনের করা বলে এলবিডব্লিউর ফাঁদে অলিক আথানাজে আউট হলে দলীয় ৫১ রানে ভাঙে ওপেনিং জুটি। এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম আঘাতটিও আসে রিশাদ হোসেনের বলেই, ২০তম ওভারে বলে ৯ রানে ক্যাচি কার্টিকে এবং ২২তম ওভারে জোড়া আঘাতে দারুণ খেলতে থাকা ওপেনার ব্রেন্ডন কিংকে ৪৪ রানে, রুথার্ফোর্ডকে ০ রানে এবং নিজের পরের ওভারে চেজকে ৬ রানে ফিরিয়ে প্রথম ৫ উইকেটের ৫টিসহ শেষের উইকেট নিয়ে মোট ৬ উইকেট আদায় করেন এই টাইগার স্পিনার। এরপর মুস্তাফিজ দু’টি এবং মিরাজ ও তানভীর একটি করে উইকেট শিকার করেন।
ফলে ৩৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানে অলআউট করে ৭৪ রানে ম্যাচ জিতে নেয় টাইগাররা। দলের হয়ে ব্যাটিংয়ে ২৬ রান ও বোলিংয়ে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা রিশাদ হোসেন।
মন্তব্য করুন