ভিডিও শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

বেগুন ১৪০ ও কাঁচা মরিচ ৩২০ টাকা কেজি

বগুড়ার শেরপুরে কাঁচাবাজারে আগুন ক্রেতাদের নাভিশ্বাস, বেগুন ১৪০ ও কাঁচা মরিচ ৩২০ টাকা কেজি

র। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে কাঁচাবাজারে যেন আগুন লেগেছে, নিত্যপ্রয়োজনীয় কাঁচা তরকারির দাম অস্বাভাবিক বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বাজারে গিয়ে ক্রেতাদের হাতে গোনা কিছু পণ্য কেনা ছাড়া উপায় থাকছে না।

আজ শুক্রবার (৩ অক্টোবর) শেরপুর উপজেলার রেজিস্ট্রি অফিস বাজার, শেরুয়া বটতলা, মির্জাপুর বাজার ও কয়েরখালীসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সবজির দামে আগুন লেগেছে। বেগুন ১৪০ টাকা, কাঁচা মরিচ ৩২০ টাকা, পটল ৬৫ টাকা, সিম ১৬০ টাকা, ফুলকপি ১৩০ টাকা, কচু, কদর ৬০ টাকা, শশা ৮০ টাকা, গাজর ১৫০ টাকা, ঢেঁড়শ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে মানুষের সাধ্যের মধ্যে রয়েছে আলু ও তুলনামূলকভাবে পেঁয়াজের দাম। আলু বিক্রি হচ্ছে ২০/২৫ টাকা কেজি দরে এবং পেঁয়াজ ৬০ টাকা কেজিতে।

বাজারে আসা ক্রেতা রহমান, শফিকুল, একাব্বরসহ অনেকেই অভিযোগ করে বলেন, দিন এনে দিন খায়, সারাদিন ৫/৬শ’ টাকা রোজগার করি, চাল ডাল কিনে তরিতরকারি কিনতে গিয়ে হিমশিম খেতে হয়। প্রতিদিনই বাড়ছে তরি তরকারির দাম। মাছ গোশত কেনার সামর্থ আমাদের নেই, এখন দেখি তরি তরকারিও কিনতে পারছি না। সাধ্যের মধ্যে কিছু কেনা সম্ভব হচ্ছে না। সংসার চালাতে হিমশিম খাচ্ছি।

আরও পড়ুন

অন্যদিকে ব্যবসায়ী ফজর আলীর দাবি, বৃষ্টি বেশি হচ্ছে এজন্য গাছ মরে যাচ্ছে। বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণে সবজির দাম বেড়েছে। তবে শিগগিরই দাম কিছুটা স্বাভাবিক হবে বলে তারা আশ্বাস দেন তিনি ।
কাঁচা বাজার আড়ৎদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, বগুড়ার বৃহত্তর সবজির মোকাম মহাস্থান হাটে আমদানি কম। পাইকারি বাজারে সরবরাহ সংকটের কারণে সবজির দাম বেড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জাতিসংঘ সভাপতির পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারে বাংলাদেশকে কৃতজ্ঞতা ফিলিস্তিনের

আসন্ন নির্বাচনে ঐতিহাসিক জয় প্রত্যাশায় বিএনপি

মানবপাচারকারীদের কবল থেকে রক্ষা পেল ৩৮ জন, আটক ২

জার্মান ঐক্য দিবসে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বগুড়া শহরের ১৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত