ভিডিও শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

জাতিসংঘ সভাপতির পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারে বাংলাদেশকে কৃতজ্ঞতা ফিলিস্তিনের

সংগৃহিত,জাতিসংঘ সভাপতির পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারে বাংলাদেশকে কৃতজ্ঞতা ফিলিস্তিনের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতির পদে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহার করায় কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস।

শুক্রবার (৩ অক্টোবর) পাঠানো এক বার্তায় দূতাবাস জানায়, প্রার্থিতা প্রত্যাহারের এই মহৎ পদক্ষেপটি এমন এক গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব এবং অটল সংহতির প্রতিফলন ঘটায়, যা আমাদের দুই জাতির মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক সমর্থনের দৃঢ় বন্ধনকে পুনঃনিশ্চিত করে।

প্রায় চার বছর আগে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। তবে সম্প্রতি ফিলিস্তিনও প্রার্থী হলে বাংলাদেশ নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন

সরকার জানিয়েছে, ভবিষ্যতে এই পদে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার আগ্রহ থাকবে বাংলাদেশের।
এর আগে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছিলেন, ভ্রাতৃত্বসম্পন্ন দেশগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তাকে আনন্দিত করে না। অন্যদিকে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানান, মূলত সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা থাকলেও পরবর্তীতে ফিলিস্তিন যোগ দেয়। তবে তারা বাংলাদেশকে এ বিষয়ে আগে অবহিত করেনি।

তবুও শেষ পর্যন্ত ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহারের মধ্য দিয়ে বাংলাদেশ আবারও দেখাল— ফিলিস্তিনের পাশে সব সময় থাকবে ঢাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জাতিসংঘ সভাপতির পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারে বাংলাদেশকে কৃতজ্ঞতা ফিলিস্তিনের

আসন্ন নির্বাচনে ঐতিহাসিক জয় প্রত্যাশায় বিএনপি

মানবপাচারকারীদের কবল থেকে রক্ষা পেল ৩৮ জন, আটক ২

জার্মান ঐক্য দিবসে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বগুড়া শহরের ১৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত