ভিডিও শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

শ্রীলঙ্কাকে উড়িয়ে বিশ্বকাপ সেমিফাইনালের আরও কাছে প্রোটিয়ারা

লঙ্কানদের উড়িয়ে বিশ্বকাপ সেমিফাইনালের আরও কাছে প্রোটিয়ারা

নারী ওয়ানডে বিশ্বকাপের ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছেন লরা উলভার্টরা।

পাঁচ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে প্রোটিয়ারা। সমান ম্যাচে তিন হার এবং দুই বৃষ্টিবিঘ্নিত ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে শ্রীলঙ্কা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। পাওয়ারপ্লেতে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে লংকানরা। ১২ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৪৬/২, ঠিক তখনই নামে বৃষ্টি। প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হয়, ম্যাচ কমে দাঁড়ায় ২০ ওভারে।

আরও পড়ুন

বাকি ৮ ওভারে দ্রুত রান তোলার চেষ্টা করে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১০৫ রানে থামে স্বাগতিকদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৩৪ রান করেন বিষ্মি গুণারত্নে। দক্ষিণ আফ্রিকার হয়ে ননকুলুলেকো ম্লাবা নেন তিনটি এবং মাসাবাতা ক্লাস নেন দুটি উইকেট।

বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ১২১ রান। জবাবে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট ও তাজমিন ব্রিটস। দুজনই তুলে নেন অর্ধশতক। উলভার্ট অপরাজিত ৪৭ বলে ৬০ এবং ব্রিটস ৪২ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। ৩১ বল আর দশ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কাকে উড়িয়ে বিশ্বকাপ সেমিফাইনালের আরও কাছে প্রোটিয়ারা

শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

টিকে গ্রুপকে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক

স্কয়ার লঞ্চ করলো  জাপানের সার্ভো টেকনোলজিতে তৈরি সুপারমম সুপার প্যান্ট

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ জাতির সঙ্গে প্রহসন: নাহিদ ইসলাম