টিকে গ্রুপকে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক

টিকে গ্রুপের ক্যাশ ম্যানেজমেন্ট আরও উন্নত করতে প্রতিষ্ঠানটির সাথে ট্রানজ্যাকশন ব্যাংকিং চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এটি ভার্চুয়াল অ্যাকাউন্টের মাধ্যমে ডিলার কালেকশন সেবাকে আরও সহজ করবে। এই উদ্যোগটি বাংলাদেশের কর্পোরেট ক্যাশ ম্যানেজমেন্ট ডিজিটালাইজেশনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক টিকে গ্রুপকে স্বয়ংক্রিয় কালেকশন সেবা প্রদান করবে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটির দেশব্যাপী ডিলাররা তাঁদের জন্য নির্ধারিত ভারচুয়াল অ্যাকাউন্টে সরাসরি পেমেন্ট করতে পারবেন। এই উদ্ভাবনী সিস্টেমটি রিয়েল-টাইম রিকনসিলিয়েশন, দ্রুত তহবিলপ্রাপ্তি এবং আর্থিক ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ নিশ্চিত করবে, যার ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম হবে আরও গতিশীল ও ঝামেলাহীন।
১২ অক্টোবর ২০২৫ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি, এফআই অ্যান্ড কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক এবং টিকে গ্রুপের বিজনেস ডিরেক্টর মো. শফিউল আথার এই চুক্তিতে স্বাক্ষর করেন।
আরও পড়ুনএ সময় টিকে গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার মো. আজিজুর রহমান রিগান এবং ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম, এরিয়া হেড-৩ খালেদ আল ফেসানি, হেড অব রিলেশনশিপ ইউনিট-৯ মো. সাদেকুল হক, ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের ইউনিট হেড মো. মাশফিকুজ্জামান, রিলেশনশিপ ম্যানেজার রতন পোদ্দার এবং নাজমুল হক মজুমদার।
এই চুক্তিটি উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে কর্পোরেট প্রতিষ্ঠানের ক্যাশ ম্যানেজমেন্টকে আরও গতিশীল, ঝামেলাহীন ও কার্যকর করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।
মন্তব্য করুন