ভিডিও শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

এনসিপিকে বাদ দিয়ে জুলাই সনদে স্বাক্ষর ছাত্র-জনতার সঙ্গে চরম প্রতারণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

জুলাই সনদের আইনি বৈধতাসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির অভিযোগ, যারা জুলাই আন্দোলনের মূল অংশীদার ছিল, তাদের বাদ দিয়ে কিছু রাজনৈতিক দলকে নিয়ে সনদে স্বাক্ষর করা হয়েছে, যা জুলাইয়ের ছাত্র-জনতার সঙ্গে এক গভীর প্রতারণা।
 
আজ শুক্রবার (১৭ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এ বক্তব্য দেন।
 
এর আগে একই দিন বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা।

 
বিবৃতিতে বলা হয়, “অত্যন্ত উদ্বেগজনক বিষয় হলো, সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে আইনশৃঙ্খলা বাহিনী ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালায়। এতে জুলাই যোদ্ধা আতিকুল গাজীসহ ২৭ জন গুরুতর আহত হন। এছাড়া জাতীয় ঐকমত্য কমিশনের এক সদস্যের বিরুদ্ধে যোদ্ধাদের সঙ্গে অসদাচরণের অভিযোগও উঠেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।”
 
ছাত্র নেতারা আরও বলেন, “২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে সহস্রাধিক শহীদ ও আহত যোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। সেই রক্তের বিনিময়ে অর্জিত রাষ্ট্রীয় সংস্কারের দলিলই আজকের ‘জুলাই সনদ’। অথচ সেই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের আগেই অভ্যুত্থানের যোদ্ধাদের ওপর হামলা চালানো কেবল নিন্দনীয় নয়, এটি জুলাইয়ের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার প্রতিফলন।”
 
বিবৃতিতে আরও বলা হয়, সনদ স্বাক্ষর অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও ছাত্র প্রতিনিধিদের উপস্থিতি যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতে, জাতীয় ঐক্যের নামে জুলাই আন্দোলনের মূল অংশীদারদের উপেক্ষা করে কিছু তথাকথিত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সনদে স্বাক্ষর করা হয়েছে, যা ছাত্র-জনতার সঙ্গে গভীর প্রতারণা।
 
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটি বলে, “শহীদ পরিবার, আহত যোদ্ধা, ছাত্র প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করেই জুলাই সনদের আইনি বৈধতা ও ‘নোট অব ডিসেন্ট’ সংক্রান্ত সমস্যার গ্রহণযোগ্য সমাধান দ্রুত নিশ্চিত করতে হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিকে বাদ দিয়ে জুলাই সনদে স্বাক্ষর ছাত্র-জনতার সঙ্গে চরম প্রতারণা

জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই হবে: অ্যাটর্নি জেনারেল

পর্নোগ্রাফি ও জুয়ার বিজ্ঞাপন নিয়ে সরকারের নতুন নির্দেশনা

প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক

রূপকথার প্রত্যাবর্তনে শীর্ষে পিএসজি

পাসপোর্ট ফিরে পেলেন অভিনেত্রী রিয়া