পাসপোর্ট ফিরে পেলেন অভিনেত্রী রিয়া

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ব্যাপক ট্রোলের শিকার হয়েছিলেন রিয়া চক্রবর্তী। ২০২০ সালের ১৪ জুন সুশান্তের মৃত্যুতে শুরু হওয়া সমালোচনা রিয়ার ওপর দীর্ঘ সময় চাপ সৃষ্টি করেছিল। এরপরই এক ড্রাগ মামলার জেরে রিয়াকে গ্রেপ্তার করা হয় এবং তার পাসপোর্ট ন্যারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) বাজেয়াপ্ত করে।
পাঁচ বছর পর, বোম্বে হাইকোর্টের নির্দেশে রিয়া চক্রবর্তী আবার নিজের পাসপোর্ট হাতে পেয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন্সটাগ্রামে এই খবর শেয়ার করে রিয়া লিখেন- ‘গত ৫ বছর ধরে ধৈর্যই ছিল আমার একমাত্র পাসপোর্ট। অসংখ্য লড়াই। অনন্ত আশা। আজ, আমি আবার আমার পাসপোর্ট ধরতে পারছি। প্রস্তুত আমার দ্বিতীয় চ্যাপ্টারের জন্য! সত্যের জয় হবেই।’
নেটিজেনরা এই পোস্টে রিয়াকে অভিনন্দন জানিয়েছেন এবং তার দীর্ঘ সংগ্রামকে সম্মান জানিয়েছেন। এক মন্তব্যে লেখা হয়েছে, ‘এই পাসপোর্ট শুধুই স্ট্যাম্প নয়, এটি বহন করছে তার বাঁচার গল্প। পাঁচ দীর্ঘ বছরের পর একটি গর্বিত ও আবেগঘন বিজয়।’
আরও পড়ুনরিয়া সুশান্তের প্রসঙ্গে মন্তব্য করে বলেন, ‘মানুষ বলেছিল, সে তোমার জন্য নয় গেছে। আমি সবসময় জানতাম আমি কিছুই করিনি। কিন্তু পরিষ্কার সিদ্ধান্ত এলেও আমি সুখী হতে পারিনি। আমি শুধু আমার পিতামাতার এবং তাদের সুনামের জন্য খুশি ছিলাম।’
মন্তব্য করুন