ভিডিও শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

কক্সবাজার জেলা যুবলীগ নেতা মনাফ শিকদার গ্রেপ্তার

কক্সবাজার জেলা যুবলীগ নেতা মনাফ শিকদার

কক্সবাজার জেলা যুবলীগের আহ্বায়ক মনাফ শিকদার (৩৫) রাজধানীর মোহাম্মদপুরে গ্রেফতার হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে বসিলা সেনা ক্যাম্পের একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

সেনা সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশের বিভিন্ন জেলা থেকে পলাতক কিছু যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ঢাকায় অবস্থান নিয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে বসিলা হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কক্সবাজারের আলোচিত যুবলীগ নেতা মনাফ শিকদারকে গ্রেফতার করেন সেনা সদস্যরা।

সূত্র জানায়, মনাফ শিকদারের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ৪টি ছাত্র হত্যার মামলা এবং আরও ৭টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং সম্প্রতি ঢাকায় বিভিন্ন সরকারবিরোধী মিছিল ও বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছিলেন বলে জানা গেছে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমের পরিকল্পনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে সেনা সূত্র।

আরও পড়ুন

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনাফ শিকদারের কাছ থেকে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রমের তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী অভিযান পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে।”

পরবর্তীতে মনাফ শিকদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার জেলা যুবলীগ নেতা মনাফ শিকদার গ্রেপ্তার

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল পাকিস্তান-আফগানিস্তান

টম ক্রুজ-আনার প্রেমে ইতি, ৯ মাসেই ভেঙে গেল সম্পর্ক

মিরসরাইয়ে স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

বিশ্বকাপের সমীকরণ মাথায় নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া