ভিডিও রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৭ অক্টোবর, ২০২৫, ১১:৩৪ রাত

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় যুবলীগ নেতা রাসেল গ্রেফতার

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় যুবলীগ নেতা রাসেল গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগে করা মামলায় রাসেল মাহমুদ (৩৮) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। রাসেল মাহমুদ উপজেলার ধেরুয়াহাটি গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সে মথুরাপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। এর আগে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মথুরাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে ২০২৩ সালের ৭ জুন কর্মীসভা চলছিল। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ওই কর্মী সভায় ককটেল হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় শ্রমিকদল নেতা আশাদুল ইসলাম বাদি হয়ে ২৬ জানুয়ারি থানায় মামলা করেন।

আরও পড়ুন

ওই মামলায় যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৭৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে রাসেলকে গ্রেফতার করা হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া জেলা প্রশাসকসহ দেশের বিভিন্ন জেলার ১৫ ডিসি রদবদল

সেই দুই শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলের ছনপাতা বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানকৃত ৬টি গবাদিপশু ও ৫০ কেজি বিড়ির মসলা জব্দ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় সার ব্যবসায়ী নিহত

বগুড়ার শাহজাহানপুরে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার