বগুড়ার সারিয়াকান্দিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে পাঁচজনের কারাদন্ড

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাঁচজন জেলেকে সাতদিন করে বিনাশ্রমে কারাদন্ড প্রদান করা হয়েছে। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে এ অভিযান পরিচালনা করে এ দন্ড দেওয়া হয়।
অভিযানের নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা। উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান, বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায়, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা পারভীন, পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি প্রমুখ।
আরও পড়ুনএকই অভিযানে বিপুল পরিমাণ ইলিশ ধরার জাল এবং ইলিশ মাছ জব্দ করা হয়। জেলা প্রশাসক কর্তৃক কারাদন্ডপ্রাপ্ত জেলেরা হলেন উপজেলার কাজলা ইউনিয়নের চর ঘাগুয়া গ্রামের খোশ মোহাম্মদের ছেলে জিন্না মিয়া (৩২), একই গ্রামের রফিক প্রামানিকের ছেলে ফরহাদ আলী (৪০), উত্তর টেংরাকুড়া গ্রামের কালু ফকিরের ছেলে জাহিদুল ইসলাম (২৮), চালুয়াবাড়ী ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের বাদশা শেখের ছেলে রকিদুল শেখ (২৫) এবং সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের দহপাড়া গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম (২৮)।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নির্বিঘ্ন করতে নদ-নদীতে শুরু হয়েছে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা, যা গত ৩ অক্টোবর মধ্যরাত থেকে শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় যমুনা নদীতে অভিযান চালিয়েছে জেলা টাস্কফোর্স কমিটি। মা ইলিশ রক্ষা অভিযানে ১৫ দিনে সারিয়াকান্দিতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ মারার দু’টি যন্ত্র ব্যাটারিসহ ৯১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩৬ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় দিয়ে দেওয়া হয়। নিষেধাজ্ঞা চলমান সময়ে উপজেলার এক হাজার ৬৩৫ জন জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।
গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক হোসনা আফরোজ বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে সকল জেলে ভাইদের আমাদের সহযোগিতা করা উচিত। কারণ, তাদের ভালোর জন্যই আমরা অভিযান পরিচালনা করছি। ইলিশের প্রজনন মৌসুমে আমরা যদি নদী থেকে মা ইলিশ ধরি তাহলে একসময় নদীতে আমরা ইলিশ মাছ পাবো না। ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ, এটি আমাদের দেশের সম্পদ। এ সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।
মন্তব্য করুন