ভিডিও শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

বিশ্বকাপের সমীকরণ মাথায় নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ

বিশ্বকাপের সমীকরণ মাথায় নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ

ক্রিকেটের অন্য দুই ফরম্যাটের তুলনায় ওয়ানডেতে কিছুটা আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। যদিও সাম্প্রতিক সময়ে নিজেদের পছন্দের এই ফরম্যাটেই যেন বেশি ধুঁকছে টিম টাইগার্স। একের পর এক পরাজয়ের হতাশায় ডুবে থাকা টাইগারদের সামনে ঘরের মাঠে এবার ওয়েস্ট ইন্ডিজ।

আজ (১৮ অক্টোবর) শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যা কেবল হারের বৃত্ত ভাঙার নয় বরং ২০২৭ বিশ্বকাপের পথে এগোনোরও এক অগ্নিপরীক্ষা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে এই সিরিজের গুরুত্ব বহুমাত্রিক। এটি ২০২৭ বিশ্বকাপের সরাসরি টিকিট পাওয়ার সমীকরণেও বড় ভূমিকা রাখবে। র‍্যাঙ্কিংয়ের সেরা ৮ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। বর্তমানে দশম স্থানে থাকা বাংলাদেশের সামনে নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ। র‍্যাঙ্কিংয়ে উইন্ডিজকে টপকে ৯ নম্বরে যেতে হলে বাংলাদেশকে এই সিরিজটি ৩-০ ব্যবধানে জিততে হবে। এই কারণে সিরিজে দাপুটে ক্রিকেট খেলা টাইগারদের জন্য অপরিহার্য।

দলের এই কঠিন সময়ে ভরসা দিতে হবে অভিজ্ঞ ও নতুনদের। ওপেনিংয়ে সাইফ হাসানের সঙ্গে সঙ্গী হয়েছেন অভিজ্ঞ সৌম্য সরকার। ওপেনিংয়ের লাগাতার ব্যর্থতা কাটাতে এই জুটিই এখন টিম ম্যানেজমেন্টের ভরসা। তিন নম্বরে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ওপর আস্থা রাখা হলেও তিনি ফর্মে ফিরতে পারেননি।

 

মিডল অর্ডারে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। অভিষেক হতে পারে তরুণ মাহিদুল ইসলাম অঙ্কনের। তার সঙ্গে দেখা যেতে পারে তাওহিদ হৃদয় অথবা নুরুল হাসান সোহানের মধ্যে একজনকে। জাকের আলী অনিকের চেয়ে একাদশে সুযোগের দৌড়ে এগিয়ে আছেন শামীম হোসেন পাটোয়ারী। অলরাউন্ডার হিসেবে দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।

আরও পড়ুন

বোলিংয়ে মিরপুরের চিরায়ত উইকেট স্পিনারদের স্বর্গরাজ্য হওয়ায় রিশাদ হোসেনের সঙ্গে তানভীর ইসলামের স্পিন আক্রমণ প্রায় নিশ্চিত। পেস আক্রমণে মুস্তাফিজুর রহমান তার মায়াবী কাটার নিয়ে প্রস্তুত থাকবেন। তার সঙ্গে তানজিম হাসান সাকিব বা তাসকিন আহমেদের মধ্যে একজনকে দেখা যেতে পারে।

আজ দুপুর দেড়টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে। দুই দলের লড়াই জমজমাট হবে বলেই প্রত্যাশা।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়/নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব/তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সমীকরণ মাথায় নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

আজ খোলা থাকবে ব্যাংক

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের ৩ ক্রিকেটার নিহত, সিরিজ প্রত্যাখ্যান

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে গোসল করা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০