সিরাজগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ৫ দফা দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে সিরাজগঞ্জ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক ও সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তৈমুর হাসান এর নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিম্নলিখিত ৫দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব)খন্দকার আল মামুন, বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মহসিন নূরী, সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (সিনিয়র শিক্ষক) জেসমিন আক্তার, সালেহা ইসাহাক সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের (সহকারী শিক্ষক) সৈয়দ মাকসুদুল হাসান, সিনিয়র শিক্ষক জাহিদ হাসান সহ সহকারী শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনমন্তব্য করুন