বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা কাজলকে আটক করে পুলিশে দিল এলাকাবাসি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুর নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম কাজলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ডোমনপুকুর গুচ্ছগ্রাম থেকে তাকে আটক করে স্থানীয়রা। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। কাজল আশেকপুর ইউনিয়নের পারতেখুর গ্রামের আবু তালেবের ছেলে। শাহজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, আরিফুল ইসলাম কাজলকে জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে যুবদল নেতা ফোরকান হত্যা মামলার এজাহারভূক্ত আসামি। ওই মামলায় সে জামিনে ছিল।
আরও পড়ুনমন্তব্য করুন