বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও বগুড়া টাচ্ এ্যান্ড টেক’র স্বত্তাধিকারী, বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল বারী ঈসার নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ জোহর শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
তার জানাজায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা, পৌরসভার সাবেক মেয়র এ্যাড. একেএম মাহবুবর রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, শহর বিএনপি’র সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এমএ রশিদ, জলেশ্বরীতলা বাইতুল হাফিজ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মামদুদুর রহমান শিপনসহ বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। জানাজা শেষে দক্ষিণ বগুড়া গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
আরও পড়ুনউল্লেখ্য, তিনি গত বুধবার বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ৮টা ১০ মিনিটে ইন্তেকাল করেন। তার এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।
মন্তব্য করুন