ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

গোপালগঞ্জে সাবেক মেয়রের ছেলে তৌকির গ্রেপ্তার

গোপালগঞ্জে সাবেক মেয়রের ছেলে তৌকির গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও সাবেক মেয়র ছেলে জান্নাতুল ফেরদৌস তৌকির হাজরাকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গ্রেপ্তারকৃত তৌকিরকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার বালিয়াভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তৌকির কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সদস্য ও সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলামের ছেলে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তৌকির গত ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। ঘটনার ভিডিও ফুটেজ দেখে জড়িত থাকার প্রমাণ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

ওসি আরও জানান, তাকে এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

প্রসঙ্গত, গত ১৬ জুলাই উপজেলার ওয়াবদারহাট নামকস্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ ১৫৫ জনের নামে ও ১৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস