ভিডিও শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

বিশ্বকাপের শেষ টিকিট পেল সংযুক্ত আরব আমিরাত

বিশ্বকাপের শেষ টিকিট পেল সংযুক্ত আরব আমিরাত

চূড়ান্ত হয়ে গেছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল। শেষ দল হিসেবে আগামী আসরে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

আল আমেরাতের মাটিতে বৃহস্পতিবার জাপানকে ৮ উইকেটে হারিয়ে এশিয়া-পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাই থেকে তৃতীয় দল হিসেবে বৈশ্বিক আসরের টিকিট নিশ্চিত করেছে তারা।

এর আগের দিনই একই অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছিল নেপাল ও ওমান। ফলে এই তিন দলই এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে খেলবে আগামী বিশ্বকাপে।

বাছাইপর্বের সুপার সিক্সে পাঁচ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আমিরাত। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে নেপাল এবং সমান ৬ পয়েন্টে রান রেটে পিছিয়ে তৃতীয় স্থানে আছে ওমান। চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে কাতার চারে, জাপান পাঁচে এবং এখনো পয়েন্টশূন্য সামোয়া আছে তলানিতে।

শেষ ম্যাচে জাপানকে ১১৬ রানে আটকে রেখে জয়ের ভিত গড়ে দেয় আমিরাতের বোলিং বিভাগ। বাঁহাতি স্পিনার হায়দার আলি ২০ রানে ৩ উইকেট নিয়ে ছিলেন দলের সবচেয়ে সফল বোলার।

আরও পড়ুন

পরে ব্যাট হাতে আলিশান শারাফু ও অধিনায়ক মুহাম্মাদ ওয়াসিমের ব্যাটে ঝড় তোলেন আমিরাতের ব্যাটাররা। শারাফু ২৭ বলে ৪৬ এবং ওয়াসিম ২৬ বলে ৪২ রান করে দলকে ৪৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এই নিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে সংযুক্ত আরব আমিরাত। এর আগে তারা অংশ নিয়েছিল ২০১৪ ও ২০২২ আসরে।

আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে ২০ দলের নাম: ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত।

এবারের বিশ্বকাপে থাকছে রেকর্ড সংখ্যক ২০ দল, যা টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের শেষ টিকিট পেল সংযুক্ত আরব আমিরাত

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জুলাই সনদ স্বাক্ষরের ফলে বাংলাদেশে এক নতুন জন্ম হয়েছে : ড. ইউনূস 

ঘরে ঢুকে যুবককে গুলি

কুড়িগ্রামে পুশইনের সময় বিজিবির হাতে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

জুলাই সনদ স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা