অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

নারী বিশ্বকাপের গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ১৯৮ রান। দলের পক্ষে সোবানা মোস্তারি অপরাজিত ৬৬ রানে ছিলেন, যা তার আসরে দ্বিতীয় ফিফটি।
শুরুর দিকে ওপেনার রুবাইয়া হায়দারের ঝিলিক আউটের পর দলের ব্যাটিং বিপর্যয় দেখা দেয়। ফারজানা হক মাত্র ৮ রান করে আউট হন, এবং এরপর তাহলিয়া ম্যাকগ্রার (৪৪) ও শারমিন আক্তার (১৯) ব্যর্থ হন দলের জুটি গড়ার চেষ্টা করলেও। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি মাত্র ১২ রান করে আউট হন, ফলে ব্যাটিং লাইন-আপের বেশিরভাগই আঘাতপ্রাপ্ত হয়।
সর্বশেষে টেলএন্ডারদের সহায়তায় সোবানা মোস্তারি একাই দুইশের কাছাকাছি পৌঁছে দেন দলকে, ৮০ বলে ৯ চারের মাধ্যমে তার ইনিংস সাজানো হয়। এর আগে সোবানার একমাত্র ফিফটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে।
আরও পড়ুনঅস্ট্রেলিয়ার পক্ষে স্পিনার অ্যালানা কিং ১০ ওভারে ৪ মেডেন দিয়ে মাত্র ১৮ রান খরচায় ২ উইকেট নিয়েছেন, এছাড়াও জর্জিয়া ওয়ারহ্যাম, অ্যাশলি গার্ডনার ও অ্যানাবেল সাদারল্যান্ড ২টি করে উইকেট নিয়েছেন।
আগে পাকিস্তানের বিপক্ষে জয়ী হলেও টানা তিন ম্যাচে হারের পর বাংলাদেশের সেমিফাইনাল যাওয়া কঠিন হয়ে গেছে, তাই অজিদের বিপক্ষে জয় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্তব্য করুন