বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে “আইএনজিওতে ক্যারিয়ারের সুযোগ ও প্রস্তুতি“ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উদ্যোগে “আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় (আইএনজিও) ক্যারিয়ারের সুযোগ ও প্রস্তুতি‘‘ শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এ সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেন্ডার ও সোশ্যাল ইন্টারভেনশন বিশেষজ্ঞ আইনুদ বিন্থ জুবায়ের।
প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান বিশ্বে উন্নয়ন খাতে কাজের সুযোগ ক্রমেই বিস্তৃত হচ্ছে। তবে শুধুমাত্র ডিগ্রি অর্জন নয়, বরং বাস্তব অভিজ্ঞতা, যোগাযোগ দক্ষতা, তথ্যপ্রযুক্তি জ্ঞান এবং দলগতভাবে কাজ করার মানসিকতাই আইএনজিও ক্যারিয়ারে সফলতার মূল চাবিকাঠি।“
তিনি আরও বলেন, “সাংবাদিকতা একটি চমৎকার পেশা। সাংবাদিকতায় পড়ে কেবল সাংবাদিকতাতেই সীমাবদ্ধ থাকা জরুরি নয়। প্রত্যেক মানুষই নিজ নিজ যোগ্যতা অনুযায়ী ভিন্ন ভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে। তাই নিজের সক্ষমতা অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করাই সফলতার প্রথম ধাপ।“ সেমিনারে তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনায় কৌশলগত প্রস্তুতি গ্রহণে উৎসাহিত করেন এবং উন্নয়ন ও কর্পোরেট খাতে বিদ্যমান বিভিন্ন পেশাগত সুযোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
আরও পড়ুনআলোচনার পর প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা আইএনজিও সেক্টরে বাস্তব অভিজ্ঞতা, চাকরির প্রস্তুতি ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির নানা বিষয়ে প্রশ্ন করেন, যার উত্তর প্রধান আলোচক বিস্তারিতভাবে প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতি ও জেসিএমএস বিভাগের কো-অর্ডিনেটর মুহাম্মদ শাতিল সিরাজ সমাপনী বক্তব্যে বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তবমুখী ক্যারিয়ার পরিকল্পনা ও প্রস্তুতিতে কার্যকর ভূমিকা রাখে। একাডেমিক জ্ঞানকে পেশাগত দিকনির্দেশনার সঙ্গে যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।“
সেমিনারে জেসিএমএস, অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার ও জেসিএমএস বিভাগের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি আরআইএম গোলাম রাব্বানী, এবং জেসিএমএস বিভাগের শিক্ষক মো. সাজ্জাদ হোসেন, মুহাম্মদ রাকিব হোসাইন, তন্দ্রা মণ্ডল, সাঈদ ইবরাহীম রিফাত, আয়শা সিদ্দিকা, ফাতেমা-তুজ-জোহরা ও মোস্তাফিজুর রহমান।
মন্তব্য করুন