ভিডিও শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৫, ০৮:২১ রাত

১৪ বছর বয়সেই সহ-অধিনায়ক হলেন ভারতের সূর্যবংশী

বৈভব সূর্যবংশী।

মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে দল পেয়ে ইতিহাস গড়েছিলেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। এরপর ১৪ বছর ৩২ দিন বয়সে সেঞ্চুরি করে সাড়া ফেলেন তিনি। আবারও আলোচনায় বৈভব। মাত্র ১৪ বছর বয়সেই ভারতের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির ক্রিকেট আসর রঞ্জি ট্রফিতে সহঅধিনায়ক হয়েছেন বৈভব সূর্যবংশী। অধিনায়কের দায়িত্বে সাকিবুল গনি।
 
 
সূর্যবংশী সহঅধিনায়কের দায়িত্ব পালন করবেন প্রথম দুই রাউন্ডের ম্যাচ। বুধবার থেকে শুরু হবে রঞ্জির খেলা, অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহার প্রথম দিনই খেলতে নামবে। ২৫ অক্টোবর পরের ম্যাচে তারা খেলবে মনিপুরের বিপক্ষে। সহঅধিনায়ক মানে নেতৃত্ব দেওয়ারও সুযোগ, কোনো কারণে অধিনায়ক খেলতে না পারলে সূর্যবংশীর কাঁধেই পড়বে দায়িত্ব।
 
 
গত কয়েক মাসে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিভিন্ন সিরিজে ব্যস্ত সময় পার করেছেন বৈভব। অল্প বয়সে আগ্রাসী ব্যাটিংয়ের কারণে বিশ্ব ক্রিকেটে আলাদা নজর কেড়েছেন তিনি। জুলাইয়ে ইংল্যান্ড সফরে ৭৮ বলে ১৪৩ রানের ইনিংসের পথে গড়েছেন যুব ওয়ানডে ইতিহাসের দ্রুততম শতরানের কীর্তি। ওই সিরিজে পাঁচ ম্যাচে ৩৫৫ রান করেন তিনি ১৭৪ স্ট্রাইক রেটে।
 
 
সূর্যবংশীর মানসিক দৃঢ়তা ও রান করার ক্ষমতা দেখে অনেকেই চাইছেন তাকে যেন ভারতের আরও গঠিত ও উন্নত প্রথম শ্রেণির স্ট্রাকচারে অন্তর্ভুক্ত করা হয়। তার বিহার ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে আপাতত বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন চায় যে কোনো মূল্যে সূর্যবংশীকে ধরে রাখতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুচ্ছ ঘটনায় নিজ বাড়ির সামনে তরুণকে কুপিয়ে হত্যা

এবার মঞ্জুরুল-জ্যোতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আরেক ক্রিকেটারের

হাসিনার মতো আর কোনো শিক্ষকের গায়ে হাত তুলবেন না : হান্নান মাসউদ

নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি আসিনি : আসিফ নজরুল

বিকেলে শাহবাগে ‘কলম বিসর্জন কর্মসূচি’ প্রাথমিকের শিক্ষকদের

দুই দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন