প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২০৮ রানের টার্গেট দিলো টাইগাররা

স্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২০৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই সাইফ হাসান ৩ রান ও সৌম্য সরকার ৪ করে আউট হলে চাপে পরে বাংলাদেশ। পরে নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃযদয়ের ৭১ রানের জুটি গড়ে চাপ সামাল দেন। শান্ত এলবিডব্লিউর ফাঁদে ৩২ রান করে আউট হন।
এরপর ব্যাটিংয়ে নামে অভিষিক্ত মাহিদুল ইসলাম অংকন। অংকন এবং হৃদয় মিলে গড়েন ৩৬ রানের জুটি। এরপর হৃদয় হাফ সেঞ্চুরি করে ৯০ বলে ৫১ রানে আউট হন। মাহিদুল ইসলাম অংকন অধিনায়ক মিরাজ কে সাথে নিয়ে ৪৩ রানের জুটি গড়লে ১৭ রান করে ক্যাঁচ আউট হয়ে ফিরে যান মিরাজও। সবশেষ রোস্টোন চেসের করা বলে বোল্ড আউট হয়ে ৭৬ বলে ৪৬ রানের দারুণ ইনিংস খেলে দলীয় ১৬৫ রানে আউট হন মাহিদুল ইসলাম অংকন।
আরও পড়ুনএরপর নুরুল হাসান সোহানের ৯ রান ও রিশাদ হোসেনের গুরুত্বপূর্ণ ১৩ বলে ২৬ রানের উপর ভর করে ২ বল হাতে রেখেই ২০৭ রানে অলআউট হয় টাইগাররা। ২০৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
মন্তব্য করুন