ভিডিও রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

শেরপুরে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ

শেরপুরে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ

শেরপুরে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর আশা আক্তার (২৫) নামে  এক প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসকের অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেছেন।

আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রসূতি আশা আক্তার সদর উপজেলার কুসুমহাটি এলাকার বাসিন্দা এবং শেরপুর শহরে কসমেটিকের দোকান পরিচালনাকারী জাহিদ হোসেনের স্ত্রী। 

স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় আশা আক্তারকে সিজারের জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে ডা. মো. লুৎফর রহমান তার অপারেশন করেন এবং একটি কন্যা সন্তানের জন্ম হয়। অপারেশনের পরপরই আশার অবস্থার অবনতি হলে স্বজনরা চিকিৎসকদের জানালেও তারা সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেননি। কিছুক্ষণ পরই প্রসূতির মৃত্যু হয়।

এ ঘটনার পর হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। বিকেল ৪টার দিকে ক্ষুব্ধ স্বজন ও সাধারণ মানুষ হাসপাতালটি ঘেরাও করে রাখেন। খবর পেয়ে পুলিশ সুপার, সদর সার্কেলের এএসপি ও সদর থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

আরও পড়ুন

প্রসূতি আশা আক্তারের ফুফু হালিমা বেগম বলেন, আমার ভাতিজিকে এভারকেয়ার হাসপাতালের ডা. লুৎফর রহমান অবহেলা করে মেরে ফেলেছে। আমার সুস্থ ভাতিজি হেঁটে হেঁটে অপারেশন কক্ষে প্রবেশ করেছিল। আমরা এর বিচার চাই।

প্রসূতির বড় ভাই মো. অপূর্ব বলেন, আমার বোন আশা একজন সুস্থ মানুষ ছিল। এটা ছিল আশার দ্বিতীয় বাচ্চা। সিজারের সময় চিকিৎসায় অবহেলা করা হয়েছে। আর এতেই আমার বোনকে হারালাম। আমার বোনের একটা ছেলে সন্তান আর সদ্যোজাত মেয়ে সন্তান মা হারালো। আমরা এর বিচার চাই।

শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, ঘটনার পর থেকে আমরা ঘটনাস্থলে আছি। মূল ঘটনা  জানার চেষ্টা করছি। এখানে যারা অবস্থা নিয়েছেন তাদের কাছে অনুরোধ শান্ত থাকুন। প্রসূতির মৃত্যুতে যারা জড়িত তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিত্তবানরা অসহায়দের পাশে দাঁড়ালে সমাজের চিত্র বদলে যাবে : ওবাইদুর রহমান চন্দন

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহর যুবদলের প্রস্তুতি সভা

আনসার-ভিডিপি দেশে দক্ষ জনশক্তি তৈরির কারখানা : রংপুর রেঞ্জ উপ-মহাপরিচালক

পঞ্চগড়ে নবনির্মিত ২৫০ হাসপাতালটি সীমিত পরিসরে চালু আগামী মাসেই

বগুড়ার সারিয়াকান্দিতে সাময়িক বরখাস্তের শেষ হলেও স্কুলে যেতে পারছেনা প্রধান শিক্ষক

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন